মঙ্গলবার, ২৫ জুন, ২০১৯ ০০:০০ টা

জাতীয় পার্টি এখন সন্ধিক্ষণে

নিজস্ব প্রতিবেদক

জাতীয় পার্টি এখন সন্ধিক্ষণে

জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি বলেছেন, জাতীয় পার্টি এখন একটি সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। ২৯ বছর ক্ষমতার বাইরে। অনেক ষড়যন্ত্র ও অনেক প্রতিকূল অবস্থা মোকাবিলা করে জাতীয় পার্টি একটি শক্তিশালী অবস্থান সৃষ্টি করতে পেরেছে। সম্ভাবনাময় একটি রাজনৈতিক দল হিসেবে জাতীয় পার্টিকে প্রতিষ্ঠিত করতেই সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। গতকাল মতিঝিল এজিবি কলোনি কমিউনিটি সেন্টারে জাতীয় পার্টির ঢাকা ও ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সভায় সভাপতির বক্তৃতায় তিনি এ কথা বলেন। পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙ্গা সভা পরিচালনা করেন। সৈয়দ আবু হোসেন বাবলা, মাসুদ পারভেজ সোহেল রানা, আযম খান, অ্যাডভোকেট শেখ সিরাজুল ইসলাম, শফিকুল ইসলাম সেন্টু, পীরজাদা শফিউল্লা আল মুনির, রেজাউল ইসলাম ভূইয়া, আলমগীর সিকদার লোটন, জহিরুল আলম রুবেলসহ কেন্দ্রীয় ও তৃণমূল নেতারা এ সময় উপস্থিত ছিলেন। জি এম কাদের আরও বলেন, নেতা-কর্মীদের মতামতের ভিত্তিতে আগামী দিনে জাতীয় পার্টি চলবে। আর এ জন্যই জাতীয় পার্টি আটটি বিভাগের নেতা-কর্মীদের মতামত ও পরামর্শ শুনতে বিভাগীয় সাংগঠনিক সভার আয়োজন করা হয়েছে। নেতা-কর্মীরা যেন মনে করে জাতীয় পার্টিতে তাদের মালিকানা আছে। শুধু কর্মসূচি বাস্তবায়ন করলেই হবে না। নেতৃত্ব নির্বাচন ও কর্মসূচি প্রণয়নে তৃণমূল নেতা-কর্মীদের অংশগ্রহণ নিশ্চিত করা হবে।

একটি সফল রাজনৈতিক দলের দৃষ্টান্ত হিসেবে জাতীয় পার্টিকে তৈরি করা হবে। মসিউর রহমান রাঙ্গা বলেন, নির্বাচন শেষ, নির্বাচনী জোটও শেষ। ষড়যন্ত্র করে যারা আওয়ামী লীগ, বিএনপি ও জামায়াতে গেছে তাদের চিহ্নিত করা হবে। ২১ বছর পর এরশাদ সমর্থনে ক্ষমতায় এসে আওয়ামী লীগ আমাদের মূল?্যায়ন করেনি। ভবিষ্যতে জাপার ওপরে আঘাত করার চেষ্টা করলে আমরাও বসে থাকব না, প্রতি-উত্তর দিব। আজকের যৌথ সভায় যারা অংশ নেননি গ্রহণযোগ্য জবাব না দিতে পারলে তাদের বহিষ্কার করা হবে। সভায় হুসেইন মুহম্মদ এরশাদের সুস্বাস্থ্য ও দীর্ঘ জীবন কামনা করে মোনাজাত করা হয়।

সর্বশেষ খবর