শনিবার, ২৯ জুন, ২০১৯ ০০:০০ টা

রাজাকারের তালিকা প্রকাশ শিগগিরই

পাবনা প্রতিনিধি

রাজাকারের তালিকা প্রকাশ শিগগিরই

মুুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক জানিয়েছেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে দেশের সব থানা থেকে রাজাকারের তালিকা সংগ্রহ করা হচ্ছে। শিগগিরই সম্পূর্ণ অবিকৃত অবস্থায় সে তালিকা সরকার প্রকাশ করবে। গতকাল সকালে পাবনার আটঘড়িয়ার মুক্তিযোদ্ধা কমপ্লেক্স উদ্বোধন শেষে মন্ত্রী এ তথ্য জানান। মন্ত্রী বলেন, বিচারিক প্রক্রিয়ায় আদালতের মাধ্যমে যেসব যুদ্ধাপরাধীর মৃত্যুদ- কার্যকর হয়েছে তারা দেশের প্রচলিত আইনেই অপরাধী প্রমাণিত হয়েছে। যারা আদালতের রায়ের বিরোধিতা করে, যুদ্ধাপরাধীদের নির্দোষ দাবি করে তারা দেশের সংবিধানকে অস্বীকার করে। তাদের বিষয়ে সরকার সজাগ রয়েছে।

পাবনা জেলা প্রশাসক কবির মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, টেলিভিশন চ্যানেল ওনার্স অ্যাসোসিয়েশন অ্যাটকো সভাপতি মুক্তিযোদ্ধা অঞ্জন চৌধুরী, মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান হাবিব, পুলিশ সুপার  শেখ রফিকুল ইসলাম, আটঘড়িয়া উপজেলা চেয়ারম্যান তানভীর ইসলাম প্রমুখ।

সর্বশেষ খবর