বুধবার, ১০ জুলাই, ২০১৯ ০০:০০ টা

গ্লোবাল উইমেন’স অ্যাওয়ার্ডে ড. ইউনূস

নিজস্ব প্রতিবেদক

গ্লোবাল উইমেন’স অ্যাওয়ার্ডে ড. ইউনূস

এ বছরের গ্লোবাল উইমেন’স লিডারশিপ অ্যাওয়ার্ড দেওয়া হলো শান্তিতে নোবেলজয়ী বাংলাদেশের ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা প্রফেসর মুহাম্মদ ইউনূসকে। সুইজারল্যান্ডের বাসেলে অনুষ্ঠিত ‘গ্লোবাল সামিট অব উইমেন’-এ সম্প্রতি তার হাতে এ অ্যাওয়ার্ড তুলে দেওয়া হয়। গতকাল রাজধানীর ইউনূস সেন্টার থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ক্ষুদ্রঋণ ও সামাজিক ব্যবসার মাধ্যমে বিশ্বব্যাপী নারীদের ক্ষমতায়ন ও দারিদ্র্য দূরীকরণে বিশেষ অবদানের জন্য ড. ইউনূসকে এ পুরস্কার দেওয়া হয়েছে। ২৯ বছর ধরে অনুষ্ঠিত হয়ে আসছে এই শীর্ষ পর্যায়ের ব্যবসা ও অর্থনৈতিক সম্মেলন। এ বছরের সম্মেলনের বিষয়বস্তু ছিল ‘সফলতার সংজ্ঞা পুনর্নির্ধারণে নারী’। ৬৫টি দেশ থেকে ১ হাজার ২০০-এর বেশি ব্যবসায়ী ও সরকারি নেতারা এবারের সম্মেলনে যোগ দেন। প্রসঙ্গত, গ্লোবাল সামিট অব উইমেন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনভিত্তিক গ্লোবাল উইমেন রিসার্চ অ্যান্ড এডুকেশন ইনস্টিটিউটের একটি প্রকল্প, যা বিশ্বব্যাপী নারীদের অর্থনৈতিক উন্নয়নে সহায়তা দিয়ে থাকে।

সর্বশেষ খবর