বৃহস্পতিবার, ১৫ আগস্ট, ২০১৯ ০০:০০ টা

ব্যবস্থা নেওয়া উচিত সিন্ডিকেটের বিরুদ্ধে

নিজস্ব প্রতিবেদক ও রংপুর প্রতিনিধি

ব্যবস্থা নেওয়া উচিত সিন্ডিকেটের বিরুদ্ধে

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, আমরা সব  শ্রেণির মানুষের স্বপ্ন বাস্তবায়নে কাজ করছি। গতকাল শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে অ-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানগুলোর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও চেয়ারম্যানদের সঙ্গে বৈঠক শেষে সংক্ষিপ্ত ব্রিফিংয়ে অর্থমন্ত্রী এসব কথা বলেন। এ ছাড়া কোরবানির পশুর চামড়া সিন্ডিকেটের বিষয়ে অর্থমন্ত্রী বলেন, বাণিজ্য মন্ত্রণালয়ের উচিত এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া। চামড়া নিয়ে যে সংকট তৈরি হয়েছে সেটা চামড়া শিল্পের মালিকদেরই দেখার কথা। কাঁচা চামড়া রপ্তানির ত্বরিত সিদ্ধান্তকে খুব ভালো সিদ্ধান্ত হিসেবে মনে করেন অর্থমন্ত্রী। অর্থমন্ত্রী বলেন, ‘আমরা যার যার জায়গা থেকে এ দেশের মানুষের উন্নতির জন্য কাজ করে যাচ্ছি। আমাদের দেশের অর্থনীতিকে একটা মজবুত জায়গায় আনার ক্ষেত্রে আপনাদের অবদান অনেক বেশি। এ  দেশের অর্থনীতি যে কোনো বিচারে ভালো অবস্থানে রয়েছে বলেও মনে করেন তিনি। কিন্তু কয়েকটি লিজিং প্রতিষ্ঠানের অবস্থা নাজুক। সেগুলোর ব্যাপারে আমরা ব্যবস্থা নিচ্ছি। ইতিমধ্যে আমরা পিপলস লিজিংয়ের ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছি। বাকিগুলোর বিষয়ে সিদ্ধান্ত নিলে পরে জানানো হবে। ব্যাংকিং কমিশন গঠনের বিষয়ে তিনি বলেন, বাজেট বক্তৃতাতে আমি বলেছি ব্যাংকিং কমিশন গঠন করা হবে। অবশ্যই সে কমিশন গঠন করা হবে। কিন্তু সেটা করতে আরও কিছুটা সময় প্রয়োজন।

সর্বশেষ খবর