শুক্রবার, ২৩ আগস্ট, ২০১৯ ০০:০০ টা

ওদের আরাম কমানো হবে : পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

ওদের আরাম কমানো হবে : পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন বলেছেন, কক্সবাজারে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের কেউ মিয়ানমারে ফিরে যেতে রাজি না হওয়া দুঃখজনক। সরকার চেয়েছে গতকাল থেকেই প্রত্যাবাসন প্রক্রিয়া শুরু হোক। কিন্তু রোহিঙ্গারা যে  যেতে চাচ্ছে না- এটা দুঃখজনক। এটা আমরা প্রত্যাশা করি না। রোহিঙ্গাদের আরাম কমানো হবে, যাতে মিয়ানমারে ফিরতে রাজি হয়। প্রত্যাবাসন ঠেকাতে যারা প্রচার চালিয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। গতকাল পররাষ্ট্রমন্ত্রী তার কার্যালয়ে সাংবাদিকদের এ প্রতিক্রিয়া জানান।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা প্রক্রিয়া অব্যাহত রাখার চেষ্টা করব। আমরা জোর করে কিছু করব না। আস্থার যে ঘাটতি আছে সেটা দূর করতে মিয়ানমারকেই কাজ করতে হবে। প্রত্যাবাসন কার্যক্রম দেখতে মিয়ানমার ও চীনের প্রতিনিধিরা কক্সবাজারের রোহিঙ্গা শিবিরে রয়েছেন। মিয়ানমার ফিরে যাওয়ার ক্ষেত্রে শরণার্থী শিবিরের রোহিঙ্গাদের বিভিন্ন দাবি-দাওয়া সংবলিত প্ল্যাকার্ড প্রদর্শন ও লিফলেট বিলির প্রসঙ্গে মন্ত্রী বলেন, কারা প্ল্যাকার্ড বা লিফলেট করে দিচ্ছে, তাদের চিহ্নিত করছি। তারা বিভিন্ন ডিমান্ড করছে। তাদের ডিমান্ডের কাছে আমরা জিম্মি হতে পারি না। সরকার অনেক টাকা খরচ করেছে। আগামীতে হয়তো এ আরাম থাকবে না। তিনি বলেন, রোহিঙ্গাদের প্রত্যাবাসনের প্রস্তুতিসহ মিয়ানমারের রাখাইনের পরিস্থিতি ঘুরে দেখার জন্য একটা কমিশন গঠনের পরিকল্পনা নেওয়া হয়েছে।

সর্বশেষ খবর