রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

ছাত্রদল নেতার মামলার কারণেই কাউন্সিল বন্ধ

নিজস্ব প্রতিবেদক

ছাত্রদল নেতার মামলার কারণেই কাউন্সিল বন্ধ

ছাত্রদলের সম্মেলন স্থগিত হওয়ার পেছনে বিএনপির নেতৃত্বের সংকটকে দায়ী করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ছাত্রদলের নেতাদের মামলার কারণে তাদের কাউন্সিল বন্ধ হলো। তারাই তাদের বিরুদ্ধে মামলা করল। মামলা করে সম্মেলন বন্ধ করে দেওয়া হলো। এখানেও ‘নন্দ ঘোষ শেখ হাসিনার দোষ’, এখানেও ‘নন্দ ঘোষ আওয়ামী লীগের দোষ’। নিজেরা নিজেদের বিরুদ্ধে মামলা করে সম্মেলন পন্ড করেছে। এখানে আওয়ামী লীগ বা সরকারের দোষ কী? গতকাল রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার জš§দিন ‘জনগণের ক্ষমতায়ন দিবস’ উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে যুবলীগ ঢাকা মহানগর দক্ষিণ এ আলোচনা সভা, কোরআন তেলাওয়াত, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করে। ‘সরকারের হস্তক্ষেপে ছাত্রদলের কাউন্সিলে স্থগিতাদেশ দেওয়া হয়েছে’ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন অভিযোগের জবাবে ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ কেন ছাত্রদলের সম্মেলন বন্ধ করতে যাবে? ছাত্রদলের এই সংকটের জন্য বিএনপির নেতৃত্ব দায়ী।

মন্ত্রিত্ব গেলে আবার সাংবাদিকতায় ফিরব : একই অনুষ্ঠানে সাংবাদিকরা রাজনীতিসহ বিভিন্ন বিষয়ে প্রশ্ন করেন। এর জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘আপনারা সাংবাদিকতা করেন, আমিও আপনাদের অগ্রজ। মন্ত্রিত্ব গেলে আমি আবারও সাংবাদিকতায় ফিরে আসব।’

সর্বশেষ খবর