ভোলা জেলার চর বোরহানউদ্দীনে পুলিশ ও এলাকাবাসীর সংঘর্ষের ঘটনায় হতাহতের প্রতিবাদে চট্টগ্রামের হেফাজতে ইসলাম অধ্যুষিত এলাকা হাটহাজারীতেও পুলিশের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। গতকাল আসরের নামাজের পর থেকে হেফাজতে ইসলামের নেতা-কর্মীরা প্রথমে হাটহাজারী-খাগড়াছড়ি মহাসড়কে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করে। একপর্যায়ে তারা হাটহাজারী মডেল থানা ঘেরাও করে বিক্ষোভ শুরু করলে পুলিশ তাদের শান্ত করার চেষ্টা চালায়। এ সময় হেফাজত নেতা-কর্মীরা আরও ক্ষিপ্ত হয়ে পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ ও থানায় ভাঙচুর চালায়। এ অবস্থায় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং মহাসড়কেই আসর, মাগরিব ও এশার নামাজ আদায় করেন বিক্ষোভকারীরা। এতে হাটহাজারী-খাগড়াছড়ি মহাসড়কের যান চলাচল বন্ধ হয়ে গেলে ওই রুটের যাত্রীরা চরম ভোগান্তিতে পড়ে যান। এদিকে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির, দারুল উলুম হাটহাজারীর মহাপরিচালক আল্লামা শাহ আহমদ শফী ও হেফাজত মহাসচিব আল্লামা জুনায়েদ বাবুনগরী এক বিবৃতিতে জানান, ভোলার বোরহানউদ্দীনে গতকাল সকালে ছাত্র-জনতার শান্তিপূর্ণ মিছিলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বর্বরোচিত হামলায় আহত ও নিহত হওয়ার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের ম্যাসেঞ্জারে মহানবী হজরত মুহাম্মদ (সা.) ও তার পরিবারবর্গ নিয়ে কটূক্তি ও অবমাননাকারী?বিপ্লব চন্দ্র শুভকে আইনের আওতায় না এনে উল্টো ছাত্র-জনতার শান্তিপূর্ণ বিক্ষোভে মিছিলে পুলিশ হামলা করে চরম ধৃষ্টতার পরিচয় দিয়েছে। অবিলম্বে রসুল (সা.) এর বিরুদ্ধে কটূক্তিকারী এবং হামলাকারী পুলিশ সদস্যদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করুন। অন্যথায় নবীপ্রেমিক জনতা অসহযোগ আন্দোলন গড়ে তুলবে।
শিরোনাম
- চাটমোহরে রেললাইনে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু
- ভূমিকম্পে হতাহতদের জন্য তারেক রহমানের শোক
- সেনাকুঞ্জে বেগম খালেদা জিয়া
- গাইবান্ধা স্টেডিয়াম পরিদর্শনে বিসিবি পরিচালক আসিফ আকবর
- ৩০ নভেম্বর থেকে ফের কর্মবিরতির ঘোষণা প্রাথমিকের শিক্ষকদের
- ভূমিকম্পের ক্ষয়ক্ষতি নিরূপণে কন্ট্রোল রুম চালু করলো সরকার
- মেট্রোরেলের ট্র্যাক থেকে অবিস্ফোরিত ককটেল উদ্ধার
- ‘দেশে ৩০ বছরের মধ্যে সবচেয়ে বড় ভূমিকম্প, শক্তি হিরোশিমা বোমার সমান’
- ভূমিকম্পে হতাহতের ঘটনায় প্রধান উপদেষ্টার গভীর শোক
- ভূমিকম্পে বংশালে নিহত তিনজনের পরিচয় মিলেছে
- মাছের বাজার চড়া, মুরগি-ডিমে কিছুটা স্বস্তি
- কাল ঢাকায় আসছেন ভুটানের প্রধানমন্ত্রী
- ভূমিকম্প নিয়ে প্রধান উপদেষ্টার বার্তা
- শীতেও বেড়েছে সবজির দাম, যা বলছেন বিক্রেতারা
- টানা বর্ষণে ভিয়েতনামে ভয়াবহ বন্যা, ৪১ জনের প্রাণহানি
- ফের উত্তপ্ত নেপাল, সবাইকে শান্ত থাকার আহ্বান প্রধানমন্ত্রী সুশীলার
- ১৬ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধ করল অস্ট্রেলিয়া
- রাশিয়া-ইউক্রেন যুদ্ধ: মার্কিন শান্তি প্রস্তাব মানবে না ইউরোপ
- ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের পর শত শত মানুষ আশ্রয়কেন্দ্রে
- লঙ্কানদের বিপক্ষে দাপুটে জয় পেল জিম্বাবুয়ে