ভোলা জেলার চর বোরহানউদ্দীনে পুলিশ ও এলাকাবাসীর সংঘর্ষের ঘটনায় হতাহতের প্রতিবাদে চট্টগ্রামের হেফাজতে ইসলাম অধ্যুষিত এলাকা হাটহাজারীতেও পুলিশের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। গতকাল আসরের নামাজের পর থেকে হেফাজতে ইসলামের নেতা-কর্মীরা প্রথমে হাটহাজারী-খাগড়াছড়ি মহাসড়কে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করে। একপর্যায়ে তারা হাটহাজারী মডেল থানা ঘেরাও করে বিক্ষোভ শুরু করলে পুলিশ তাদের শান্ত করার চেষ্টা চালায়। এ সময় হেফাজত নেতা-কর্মীরা আরও ক্ষিপ্ত হয়ে পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ ও থানায় ভাঙচুর চালায়। এ অবস্থায় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং মহাসড়কেই আসর, মাগরিব ও এশার নামাজ আদায় করেন বিক্ষোভকারীরা। এতে হাটহাজারী-খাগড়াছড়ি মহাসড়কের যান চলাচল বন্ধ হয়ে গেলে ওই রুটের যাত্রীরা চরম ভোগান্তিতে পড়ে যান। এদিকে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির, দারুল উলুম হাটহাজারীর মহাপরিচালক আল্লামা শাহ আহমদ শফী ও হেফাজত মহাসচিব আল্লামা জুনায়েদ বাবুনগরী এক বিবৃতিতে জানান, ভোলার বোরহানউদ্দীনে গতকাল সকালে ছাত্র-জনতার শান্তিপূর্ণ মিছিলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বর্বরোচিত হামলায় আহত ও নিহত হওয়ার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের ম্যাসেঞ্জারে মহানবী হজরত মুহাম্মদ (সা.) ও তার পরিবারবর্গ নিয়ে কটূক্তি ও অবমাননাকারী?বিপ্লব চন্দ্র শুভকে আইনের আওতায় না এনে উল্টো ছাত্র-জনতার শান্তিপূর্ণ বিক্ষোভে মিছিলে পুলিশ হামলা করে চরম ধৃষ্টতার পরিচয় দিয়েছে। অবিলম্বে রসুল (সা.) এর বিরুদ্ধে কটূক্তিকারী এবং হামলাকারী পুলিশ সদস্যদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করুন। অন্যথায় নবীপ্রেমিক জনতা অসহযোগ আন্দোলন গড়ে তুলবে।
শিরোনাম
- মেহেরপুরে শিক্ষকদের মানববন্ধন
- ‘বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা সমাজের বোঝা নয়, গুরুত্বপূর্ণ অংশ’
- এমপিওভুক্ত শিক্ষকদের বাড়ি ভাড়া বাড়ছে ১৫ শতাংশ
- ইরানের পাশে দাঁড়াল প্রতিবেশী আরব দেশ, নিরাপত্তা নিশ্চিতের প্রতিশ্রুতি
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (২১ অক্টোবর)
- ৯ সচিবকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার
- অতিরিক্ত দুই জজের বাংলোতে দুঃসাহসিক চুরি, আটক ৪
- স্ত্রীসহ সাংবাদিক সুভাষ সিংহের দেশত্যাগে নিষেধাজ্ঞা
- আগস্টে বিদেশে বাংলাদেশিদের ক্রেডিট কার্ডে ব্যয় বছর ব্যবধানে ১৯ শতাংশ বেড়েছে
- প্রতিরক্ষা জোরদারে ৮৮৫০ তরুণ-তরুণীকে প্রশিক্ষণ দেবে সরকার
- ফের খুলে দেওয়া হচ্ছে পাকিস্তান-আফগানিস্তান সীমান্ত
- মোংলা সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি সাব্বির, সম্পাদক শামীম
- স্বাধীন দেশে আমরা ছিলাম পরাধীন: ফয়জুল করীম
- সীমান্ত অতিক্রম, উত্তর কোরীয় সৈন্যকে আটক সিউলের
- ৪ হাজার এএসআই নিয়োগের প্রজ্ঞাপন জারি
- জুবায়েদ হত্যার প্রতিবাদে দিনাজপুর সরকারি কলেজ ছাত্রদলের বিক্ষোভ
- অস্ট্রেলিয়ার বিমানকে ধাওয়া দিল চীনা যুদ্ধবিমান
- অগ্নিকাণ্ড-বিশৃঙ্খলা ফেব্রুয়ারির নির্বাচনে কোনো বাধা হবে না : রিজভী
- মোংলায় মুক্তিযুদ্ধের বিদেশি বন্ধু ফাদার রিগনের ৮ম মৃত্যুবার্ষিকী পালিত
- দেশ থেকে দুর্নীতিকে বিতাড়িত করতে চাই: রেজাউল করিম
হাটহাজারী থানায় হেফাজত সমর্থকদের ভাঙচুর সংঘর্ষ
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর