ভোলা জেলার চর বোরহানউদ্দীনে পুলিশ ও এলাকাবাসীর সংঘর্ষের ঘটনায় হতাহতের প্রতিবাদে চট্টগ্রামের হেফাজতে ইসলাম অধ্যুষিত এলাকা হাটহাজারীতেও পুলিশের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। গতকাল আসরের নামাজের পর থেকে হেফাজতে ইসলামের নেতা-কর্মীরা প্রথমে হাটহাজারী-খাগড়াছড়ি মহাসড়কে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করে। একপর্যায়ে তারা হাটহাজারী মডেল থানা ঘেরাও করে বিক্ষোভ শুরু করলে পুলিশ তাদের শান্ত করার চেষ্টা চালায়। এ সময় হেফাজত নেতা-কর্মীরা আরও ক্ষিপ্ত হয়ে পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ ও থানায় ভাঙচুর চালায়। এ অবস্থায় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং মহাসড়কেই আসর, মাগরিব ও এশার নামাজ আদায় করেন বিক্ষোভকারীরা। এতে হাটহাজারী-খাগড়াছড়ি মহাসড়কের যান চলাচল বন্ধ হয়ে গেলে ওই রুটের যাত্রীরা চরম ভোগান্তিতে পড়ে যান। এদিকে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির, দারুল উলুম হাটহাজারীর মহাপরিচালক আল্লামা শাহ আহমদ শফী ও হেফাজত মহাসচিব আল্লামা জুনায়েদ বাবুনগরী এক বিবৃতিতে জানান, ভোলার বোরহানউদ্দীনে গতকাল সকালে ছাত্র-জনতার শান্তিপূর্ণ মিছিলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বর্বরোচিত হামলায় আহত ও নিহত হওয়ার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের ম্যাসেঞ্জারে মহানবী হজরত মুহাম্মদ (সা.) ও তার পরিবারবর্গ নিয়ে কটূক্তি ও অবমাননাকারী?বিপ্লব চন্দ্র শুভকে আইনের আওতায় না এনে উল্টো ছাত্র-জনতার শান্তিপূর্ণ বিক্ষোভে মিছিলে পুলিশ হামলা করে চরম ধৃষ্টতার পরিচয় দিয়েছে। অবিলম্বে রসুল (সা.) এর বিরুদ্ধে কটূক্তিকারী এবং হামলাকারী পুলিশ সদস্যদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করুন। অন্যথায় নবীপ্রেমিক জনতা অসহযোগ আন্দোলন গড়ে তুলবে।
শিরোনাম
- বগুড়ার সাবেক ডিসির বিরুদ্ধে চাকরিপ্রার্থীর মামলা
- নারায়ণগঞ্জে যৌথ অভিযানে ৩ কোটি টাকার চায়না দুয়ারি জাল জব্দ
- চট্টগ্রামে শিশু ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেপ্তার
- কোটালীপাড়া উপজেলা পরিষদ ও থানায় ককটেল হামলার প্রতিবাদে বিক্ষোভ
- হাসিনার মৃত্যুদণ্ডের রায় দেশবাসীকে স্বস্তি দিয়েছে : আমানউল্লাহ
- আখাউড়ায় ‘অপারেশন ডেভিল হান্টে’ আটক ২
- ‘হাসিনার রায়ের মাধ্যমে ফ্যাসিবাদের কবর রচিত হয়েছে’
- শেকৃবিতে পুনর্জন্ম কৃষি নিয়ে গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত
- মাটিরাঙ্গায় ইমাম–ওলামাদের নিয়ে বিএনপির মতবিনিময় সভা
- বগুড়ায় গ্রামীণ ব্যাংকের শাখা থেকে ৩ ককটেল উদ্ধার
- তারুণ্যের উৎসবে বারি’র প্রযুক্তি প্রদর্শনী ও কর্মশালা
- রংপুর বিভাগের ৫৩ ‘জুলাই যোদ্ধার’ গেজেট বাতিল
- সাগরপথে মানবপাচারের প্রস্তুতিকালে আটক ৪
- হাসিনা-রেহানা ও টিউলিপের বিরুদ্ধে মামলার সাক্ষ্যগ্রহণ সমাপ্ত
- উত্তর কুয়েতে ৭,৭০০ বছরের প্রাচীন ভাটির সন্ধান
- দুই লাখ ২০ হাজার টন সার কিনবে সরকার
- তরুণ প্রজন্ম দেশকে উদ্যোক্তা বান্ধব রাষ্ট্রে পরিণত করবে : প্রাথমিক উপদেষ্টা
- ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে চার জনের মৃত্যু, হাসপাতালে ৯২০
- কান্নার শব্দে ধান ক্ষেত থেকে উদ্ধার হলো ২ দিনের নবজাতক
- ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন: স্বরাষ্ট্র উপদেষ্টা