শনিবার, ২ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা
দুদক চেয়ারম্যান

তদবির করলেই হাতে হাতকড়া

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

তদবির করলেই হাতে হাতকড়া

দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেছেন, তদবিরবাজরা সাবধান। ঘুষ খাওয়া আর তদবির সমান অপরাধ। অনিয়ম একটা দুর্নীতি। তাই শিক্ষক বদলি বা নিয়োগ নিয়ে তদবির করবেন না। যদি করেন তাহলে হাতে হাতকড়া পরতে হবে। গতকাল রাজশাহীর শহীদ এ এইচ এম কামারুজ্জামান মিলনায়তনে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন রাজশাহী জেলা প্রশাসক হামিদুল হক। বিশেষ অতিথি ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা সচিব আকরাম হোসেন, প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক ড. এ এফ এম মনজুর কাদির প্রমুখ। ইকবাল মাহমুদ বলেন, গল্পের মাধ্যমে বাচ্চাদের পড়ানো সবচেয়ে ভালো পদ্ধতি। এতে বাচ্চারা শিখবে এবং মনে রাখবে। বাচ্চাদের ভয় দেখিয়ে জয় করা সম্ভব নয়। এটা রাজাদের সময়ে ছিল। এখন রাজাদের সময় নয়। তিনি বলেন, প্রাথমিকে নৈতিকতার শিক্ষা দিতে না পারলে জাতি ধ্বংস হয়ে যাবে। প্রাথমিকে যারা সুশিক্ষা পেয়েছেন তারা বড় হয়ে দুর্নীতিতে জড়ায় নি। তিনি বলেন, নাগরিকের চাপ না থাকলে প্রশাসন বা দুদকও কাজ করবে না। এজন্য সামাজিক চাপ প্রয়োজন। চাপ থাকলে শিক্ষকরাও পড়াবেন। নির্বাচনের দায়িত্ব ছাড়া অন্য কোনো কাজে প্রাথমিক শিক্ষকদের না জড়ানোর বিষয়ে সরকারের কাছে চিঠি দেওয়া হবে বলেও জানান তিনি।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর