শনিবার, ১৬ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা

ভোট ছাড়া নির্বাচন পিয়াজ ছাড়া রান্না

নিজস্ব প্রতিবেদক

ভোট ছাড়া নির্বাচন পিয়াজ ছাড়া রান্না

পিয়াজের অস্বাভাবিক দাম বৃদ্ধি প্রসঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ভোট ছাড়া নির্বাচিত হয়ে সংসদ গঠন সম্ভব হলে পিয়াজ ছাড়া রান্নাও সম্ভব। গতকাল দুপুরে রাজধানীর জাতীয়  প্রেস ক্লাবে এক স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বিএনপির প্রয়াত ভাইস চেয়ারম্যান ও সাবেক মেয়র সাদেক হোসেন  খোকার স্মরণে সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে নাগরিক অধিকার আন্দোলন ফোরাম। সংগঠনের উপদেষ্টা সাঈদ আহমেদ আসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমের পরিচালনায় আলোচনা সভায় বিএনপির এমপি মোশাররফ হোসেন,  কেন্দ্রীয়  নেতা আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ, শাহ নেছারুল হক, ফরিদ উদ্দিন, কাজী মনিরুজ্জামান, মিয়া  মো. আনোয়ার প্রমুখ বক্তব্য দেন। গয়েশ্বর রায় বলেন, পিয়াজের দাম বৃদ্ধির কারণ সিন্ডিকেটের কারসাজি। বর্তমানে পিয়াজের অভাবের চেয়ে সংকটের প্রচার সিন্ডিকেটকে আরও বেশি সুযোগ করে দিয়েছে। কারণ কোনো জিনিসের অভাব হলে তার দাম এমনিতেই বেড়ে যায়। দলীয় এমপিদের সংসদ থেকে বেরিয়ে আসার পরামর্শও দেন গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেন, আমাদের মোশাররফ (মোশাররফ হোসেন) বলেছেন, পার্লামেন্টে কথা বলব। সেখানে তারা (আওয়ামী লীগ) তাদের বিরুদ্ধে কথা বলতে দেবে কেন? এ পার্লামেন্ট তাদের, এ পার্লামেন্ট তো জনগণের নয়। পার্লামেন্টে যাওয়ার নিয়ম আছে, বাইরে আসারও তো নিয়ম আছে। আমাদের যারা পার্লামেন্টে গেছেন, কথা যখন বলতে পারেন না তখন যাওয়ার দরকারটা কী?

সর্বশেষ খবর