সোমবার, ৯ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা

মুসলিম লীগের পরিণতি হবে বিএনপির : কাদের

রাজশাহী জেলা সভাপতি মেরাজ, সম্পাদক দারা বরিশাল নগর সভাপতি জাহাঙ্গীর, সম্পাদক সাদিক

নিজস্ব প্রতিবেদক, বরিশাল ও রাজশাহী

আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলনকে সামনে রেখে গতকাল রাজশাহী জেলা এবং বরিশাল মহানগর শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের গতকাল বরিশাল মহানগর শাখার সম্মেলনে বলেছেন, বিএনপির নেতৃত্ব এখন অস্তিত্ব সংকটে। নেতিবাচক রাজনীতির কারণে বিএনপির পরিণতি হবে মুসলিম লীগের মতো। সম্মেলনে রাজশাহী জেলা আওয়ামী লীগের সভাপতি পদে মেরাজ উদ্দিন মোল্লা এবং সাধারণ সম্পাদক পদে আবদুল ওয়াদুদ দারা নির্বাচিত হয়েছেন। এ ছাড়া যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে নাম ঘোষণা করা হয় লায়েব উদ্দিন লাবলু ও রাজশাহী-৩ আসনের এমপি আয়েন উদ্দিনের। দলের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম নতুন নেতাদের নাম ঘোষণা করেন। বরিশাল মহানগর আওয়ামী লীগের সভাপতি এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন যথাক্রমে এ  কে এম জাহাঙ্গীর এবং সিটি মেয়র সাদিক আবদুল্লাহ। বরিশাল মহানগরের সম্মেলন : গতকাল নগরীর বঙ্গবন্ধু উদ্যানে অনুষ্ঠিত মহানগর আওয়ামী লীগের সম্মেলনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ইঙ্গিত করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, টেমস নদীর ওপার থেকে নির্দেশ দেয়। আর পুতুল ফখরুল নাচে। দলীয় নেতা-কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, বিএনপিকে নিয়ে বিচলিত হবেন না। আপনারা ঐক্যবদ্ধ থাকবেন। দলকে ঐক্যবদ্ধ রাখবেন। দলের মধ্যে বিভেদ-কলহ করবেন না। ঘরের মধ্যে ঘর করবেন না। ওবায়দুল কাদের বলেন, আমাদের সুবিধাবাদী লোকের দরকার নেই। খারাপ লোকেরা সব উন্নয়ন-অর্জন উইপোকার মতো খেয়ে ফেলবে। সাচ্চা কর্মী-ত্যাগী কর্মীদের কোণঠাসা করে আওয়ামী লীগ বাঁচবে না। আওয়ামী লীগকে বাঁচাতে হলে আওয়ামী লীগের ত্যাগী কর্মীদের বাঁচাতে হবে। মহানগর আওয়ামী লীগের বিদায়ী সভাপতি গোলাম আব্বাস চৌধুরী দুলালের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে উদ্বোধন করেন আওয়ামী লীগের উপদেষ্টা ম লীর সদস্য আমির হোসেন আমু। প্রধান বক্তা ছিলেন, আবুল হাসানাত আবদুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন  দলের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুর রহমান, আইন বিষয়ক সম্পাদক গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিম, সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাসিম, সদর আসনের এমপি পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম প্রমুখ। বিএনপি-জামায়াতকে নিশ্চিহ্ন করা হবে : নাসিম, গতকাল বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠে রাজশাহী জেলা আওয়ামী লীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় দলের সভাপতিম-লীর সদস্য মোহাম্মদ নাসিম বলেছেন, বিএনপি-জামায়াতকে বাংলাদেশ থেকে রাজনৈতিকভাবে নিশ্চিহ্ন করে দেওয়া হবে। তিনি বলেন, চূড়ান্ত লড়াইয়ের জন্য নেতা-কর্মীদের প্রস্তুত থাকতে হবে। তিনি বলেন, যখন কোনো দল সফল হয়, চক্রান্ত তখন গভীর হয়। এখনো গভীর চক্রান্ত হচ্ছে। বিএনপি-জামায়াত এখনো আছে। তারা বিষাক্ত সাপ। সুযোগ পেলেই ছোবল দেবে। এ ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে। আওয়ামী লীগের শক্তি তৃণমূল। তারা ঐক্যবদ্ধ থাকলে যে কোনো লড়াইয়ে বিজয় আসবে। মোহাম্মদ নাসিম বলেন, তথ্য-উপাত্তসহ আমি বলতে পারি, বঙ্গবন্ধুকে হত্যার মূল চক্রান্তকারী, খলনায়ক হলেন জিয়াউর রহমান। কমিশন গঠন করে তার মরণোত্তর বিচার করতে হবে। তা না হলে বাংলাদেশ সন্ত্রাসমুক্ত, জঙ্গিবাদমুক্ত হবে না। বিএনপির নেত্রী বেগম খালেদা জিয়ার জামিন প্রসঙ্গে তিনি বলেন, বেগম জিয়ার মামলা হয়েছে ১/১১ এর সময়। সাজা হয়েছে, জেলে গেছেন। জামিন দেওয়ার মালিক আদালত। জামিন দেওয়ার মালিক আমরা নই। কোর্টে গিয়ে জামিন নেন। কিন্তু সেখানে গিয়ে গুন্ডামি করবেন না। সন্ত্রাস করবেন না। সম্মেলনে আরও বক্তব্য দেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক ও নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, সম্মেলনের সমন্বয়ক ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন, কেন্দ্রীয় সদস্য মেরিনা জাহান, নুরুল ইসলাম ঠা ু, উপদেষ্টা প্রফেসর ড. আবদুল খালেক, প্রফেসর ড. সাইদুর রহমান খান প্রমুখ। সম্মেলনে সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সদ্য বিলুপ্ত কমিটির সভাপতি ওমর ফারুক চৌধুরী। সঞ্চালনা করেন জেলা আওয়ামী লীগের সদ্য বিলুপ্ত কমিটির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ ও সাংগঠনিক সম্পাদক আহসানুল হক মাসুদ।

সর্বশেষ খবর