সোমবার, ১৬ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা

দলের ভরাডুবিতে করবিনের দুঃখ প্রকাশ

দলের ভরাডুবিতে করবিনের দুঃখ প্রকাশ

যুক্তরাজ্যে এবারের সাধারণ নির্বাচনে দলের ভরাডুবির জন্য দুঃখ প্রকাশ করে সমর্থকদের কাছে ক্ষমা চেয়েছেন  লেবার পার্টির শীর্ষ নেতা জেরেমি করবিন। সূত্র : বিবিসি। সানডে মিরর ও অবজারভারে লেখা নিবন্ধে তিনি ভোটে ভরাডুবির কথা স্বীকার ও এর জন্য দায় স্বীকার করে নিয়েছেন। ৭০ বছর বয়সী এ রাজনীতিক গত শুক্রবারই দলের নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছেন। তার উত্তরসূরি হিসেবে কেয়ার স্টার্মার, রেবেকা লং-বেইলি, অ্যাঞ্জেলা রেইনার, এমিলি থর্নবেরি, জেস ফিলিপস ও লিসা ন্যান্ডির নাম আলোচনায় এসেছে। এর মধ্যে শেষের দুজন দলে করবিনের কট্টর সমালোচক হিসেবেই পরিচিত। নতুন  নেতা নির্বাচনের সময়সীমা ঠিক করতে লেবারের নির্বাহী কমিটি আগামী সপ্তাহেই প্রাথমিক আলোচনা শুরু করবে। জানুয়ারির প্রথম ভাগে এক বিশেষ  বৈঠকে ওই সময়সীমা চূড়ান্ত হবে। গত রবিবার মিররে লেখা এক খোলা চিঠিতে করবিন বলেছেন,‘আমি কোনো লুকোচুরি করব না। যারা  দেশের পরিবর্তন দেখতে উন্মুখ ছিল, তাদের সবার জন্যই এই ফল বিরাট ধাক্কা হয়ে হাজির হয়েছে। আমরা যে পারিনি, সে জন্য আমি দুঃখিত এবং আমি এর দায় নিচ্ছি।’ নির্বাচনী প্রচার নিয়ে ‘গর্ব করার’ কথাও জানিয়েছেন লেবারপ্রধান। বলেছেন, তার দলের এবারের ইশতেহার সংখ্যাগরিষ্ঠ মানুষকে ‘আশা’ দিয়েছে।

সর্বশেষ খবর