শনিবার, ১৮ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

আমরা এনআরসি চাই না

কলকাতা প্রতিনিধি

আমরা এনআরসি চাই না

প্রখ্যাত সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায় বলেছেন, আমরা এনআরসি (জাতীয় নাগরিকপঞ্জি) বা সংশোধিত নাগরিকত্ব আইন (ক্যা) কোনোটাই চাই না। তিনি বলেন, কেন্দ্রীয় সরকার জোর করে এনআরসি চাপিয়ে দিচ্ছে। গতকাল মেদিনীপুর জেলার হলদিয়ায় বিশ্ব বাংলা সাহিত্য ও সংস্কৃতি উৎসবে অংশ নিতে আসেন তিনি। এ সময় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, এনআরসির ফলে মানুষ দ্বিতীয়বার বাস্তুহারা হবে। তারা অনিশ্চিত ভবিষ্যতের মুখে পড়ে যাবে। শীর্ষেন্দু বলেন, খাদ্য, বস্ত্র, বাসস্থান- মানুষের এ তিনটি ন্যূনতম চাহিদার মধ্যে বাসস্থান অন্যতম। আমার পরিবার কোথায় থাকবে? আমার বর্তমান আশ্রয় ছেড়ে আরেকটি জায়গায় চলে যেতে হবে কিনা, আমাকে বাংলাদেশে পুশব্যাক করা হবে কিনা, কে জানে! তা ছাড়া বাংলাদেশই বা আমাকে নেবে কেন! তাদের লোকসংখ্যা তো কম নয়। সে ক্ষেত্রে এই মানুষগুলো কোথায় যাবে? তিনি আরও বলেন, নাগরিকত্বের প্রশ্নে যেসব নথি চাওয়া হচ্ছে, সেই নথি এক কথায় আকাশকুসুম। কারণ আমার কাছেই যদি এখন চাওয়া হয় আমি জন্মসনদ দেখাতে পারব না। আমার ভারতীয় পাসপোর্ট আছে কিন্তু সেটাও যদি নাগরিকত্বের প্রমাণ না হয় তবে কী দিয়ে প্রমাণ হতে পারে আমি ভারতীয় নাগরিক? যে মানুষগুলোকে বলির পাঁঠা করা হচ্ছে তারা শিক্ষিত নয়। তাদের হাতে নথিপত্র নেই।

তারা কোনোরকম মাথা গোঁজার ঠাঁই এবং অস্তিত্বের লড়াই করছে। কিন্তু এ আইনের নামে সেসব মানুষের বেঁচে থাকার অধিকারটুকু কেড়ে নেওয়া হচ্ছে। বহু নারী ও শিশুকে বের করে দেওয়া হচ্ছে, ক্যাম্পে পাঠিয়ে দেওয়া হচ্ছে। এটা চূড়ান্ত লজ্জাজনক ঘটনা।

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর