শনিবার, ১৮ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

ইভিএম গজব বাতিল করুন

নিজস্ব প্রতিবেদক

ইভিএম গজব বাতিল করুন

ইলেকট্রনিক ভোটিং মেশিন, ইভিএমকে ‘গজব’ বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। তিনি বলেন, ইভিএম  যে একটা গজব এটা আমরা সবাই বুঝি। মানুষ যা তৈরি করে তার নিজের জন্য তৈরি করে। নির্বাচন কমিশনকে পেছন থেকে কেউ ইভিএম আমদানি করিয়েছেন, ওদের নিজেদের জন্য। ২০১৮ সালে ভোটের নামে যে ডাকাতি হয়েছে আর এখন যে ভোট হচ্ছে একই কায়দায় করার সুযোগ নেই। অতএব, তারা ভিন্ন একটা পথ নিয়েছে। সেটা হলো ইভিএমে ভোট ডাকাতির কৌশল। এটি বাতিল করতে হবে। গতকাল জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ আয়োজিত ‘নির্বাচনে আস্থাহীনতা, ইভিএমের ব্যবহার : বর্তমান  প্রেক্ষাপট’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে তিনি এ মন্তব্য করেন। ২০১৮ সালের ৩০ ডিসেম্বর ভোট চুরি করে ছাড় পেলেও এবার তা হতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেন মাহমুদুর রহমান মান্না। তিনি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ইঙ্গিত করে বলেন, ফখরুল ভাইদের সঙ্গে কর্মী হিসেবে কাজ করতে রাজি আছি। কিন্তু পুতুপুতু করে কোনো রাজনীতি হবে না। ২০১৮ সালে ভোট চুরি করেছে, ডাকাতি করেছে, ছেড়ে দিয়েছি। এবার কিন্তু ছাড়ব না। মাহমুদুর রহমান মান্না বলেন, আগামী ৩০ জানুয়ারির ভোট কোনো ভোট নয়। ওই তারিখে ধানের শীষকে ওরা জিততে দেবে না। যদি ভোট হতো তাহলে নৌকারই খবর থাকত না।

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর