রবিবার, ১৯ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

পাকিস্তান সফরে বাংলাদেশ দলে চমক

ক্রীড়া প্রতিবেদক

পাকিস্তান সফরে বাংলাদেশ দলে চমক

তরুণ পেসার হাসান মাহমুদ

পাকিস্তানের বিপক্ষে টি-২০ সিরিজের জন্য ১৫ সদস্যের জাতীয় দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিশ্বকাপের পর থেকেই জাতীয় দলে ছিলেন না তামিম ইকবাল। তিনি দলে ফিরেছেন। তবে দলে নেই অন্যতম নির্ভরযোগ্য ব্যাটসম্যান মুশফিকুর রহিম। আগেই বিসিবিকে চিঠি দিয়ে পাকিস্তান যাবেন না বলে জানিয়েছিলেন তিনি। মাহমুদুল্লাহ রিয়াদ অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন। দলে নতুন মুখ তরুণ পেসার হাসান মাহমুদ। বিপিএলেই নজর কেড়েছেন হাসান মাহমুদ। যদিও ১৩ ম্যাচে তিনি নিয়েছেন মাত্র ১০ উইকেট। তবে গতির ঝড় তুলেছিলেন। ১৪৩ কিমি গতিতেও বোলিং করতে পারেন তিনি। তাছাড়া ২০ বছর বয়সী এই তরুণের বোলিংয়ে দারুণ ভারসাম্যও আছে। বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগে দাপুটে পারফর্ম করায় দুই বছর পর দলে ফিরেছেন অলরাউন্ডার মেহেদী হাসান। দলে তামিম, মেহেদী ছাড়াও ফিরেছেন নাজমুল হোসেন শান্ত, রুবেল হোসেন। আগের দল থেকে বাদ পড়েছেন মোসাদ্দেক হোসেন, তাইজুল ইসলাম, আরাফাত সানি ও আবু হায়দার রনি। পাকিস্তানে তিন মাসে তিনবার সফর করবে বাংলাদেশ দল। প্রথম দফায় লাহোরে শুধু তিনটি টি-২০ ম্যাচ হবে- ২৪, ২৫ ও ২৭ জানুয়ারি। এরপর দ্বিতীয় দফায় একটি টেস্ট খেলবে তারা। মার্চে তৃতীয় দফায় একটি ওয়ানডে ও একটি টেস্ট খেলবে। গতকাল ঘোষণা করা হয়েছে টি-২০ সিরিজের দল। বাংলাদেশ দল ২২ জানুয়ারি পাকিস্তানের উদ্দেশ্যে রওনা হবে।

টি-২০ সিরিজে বাংলাদেশ দল : মাহমুদুল্লাহ (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, নাঈম শেখ, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, মোহাম্মদ মিথুন, আফিফ হোসেন, মেহেদী হাসান, আমিনুল ইসলাম,  মুস্তাফিজুর রহমান, শফিউল ইসলাম, আল-আমিন হোসেন, রুবেল  হোসেন ও হাসান মাহমুদ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর