শিরোনাম
শনিবার, ২৫ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

আল্লাহভীরু মেয়র না হলে ভোগান্তি কমবে না

নিজস্ব প্রতিবেদক

আল্লাহভীরু মেয়র না হলে ভোগান্তি কমবে না

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর চরমোনাই বলেছেন, ‘আল্লাহভীরু মেয়র নির্বাচিত না হলে নগরবাসীর ভোগান্তি কমবে না।’ ঢাকা দক্ষিণ সিটি নির্বাচনে ইসলামী আন্দোলনের মনোনীত মেয়রপ্রার্থী মুহাম্মদ আবদুর রহমানের সমর্থনে বিভিন্ন পথসভায় বক্তব্যকালে তিনি এ কথা বলেন। পীর চরমোনাই গতকাল ঝাউচর,  আশরাফাবাদসহ আশপাশের এলাকায় গণসংযোগ শেষে জুরাইন বালুর মাঠে বক্তব্য রাখেন। পীর চরমোনাই বলেন, বিশ্বের নোংরা ও পরিবেশ দূষণ নগরের তালিকায় এক নম্বরে ঢাকা সিটির নাম উঠেছে। ঢাকায় জনদুর্ভোগ গুরুতর আকার ধারণ করেছে। পরিবেশ দূষণ, যানজট, ধুলাবালি, নিরাপদ পানির সংকট, অপ্রতুল পানি সরবরাহ, পানিতে দুর্গন্ধ, রোগ-ব্যাধির আধিক্য ও ঠিকমতো গ্যাস সরবরাহ থাকে না। এছাড়া জলাবদ্ধতা, মশার উপদ্রব, খাবারে ভেজাল, ডাকাতি-ছিনতাই, মাদকের অবাধ ছড়াছড়ি, জানমালের নিরাপত্তার হুমকি, শিক্ষার পরিবেশ সংকট ও যানজটের কারণে কোনো কাজই ঠিকভাবে করা যায় না। মানবজীবনে হতাশা, অস্থিরতা ও অনিশ্চয়তা নিত্যনৈমিত্তিক বিষয় হয়ে দাঁড়িয়েছে। এ অবস্থায় ঢাকাকে বাঁচাতে চাইলে আমূল পরিবর্তন করতে হবে। আবদুর রহমান বলেন, নির্বাচিত হতে পারলে দুর্নীতি নির্মূল করা হবে। উন্নয়ন হবে ইনশাল্লাহ।

সর্বশেষ খবর