মঙ্গলবার, ২৮ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা
সিইসি বললেন

নির্বাচনের পরিবেশ নিয়ন্ত্রণের বাইরে যায়নি

নিজস্ব প্রতিবেদক

ঢাকার দুই সিটি করপোরেশনে বিএনপির দুই মেয়র প্রার্থীর নির্বাচনী প্রচারে হামলা ও সংঘর্ষের পরও ভোটের পরিবেশ নির্বাচন কমিশনের নিয়ন্ত্রণে রয়েছে বলে দাবি করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা। গতকাল রাজধানীর টিকাটুলীতে সেন্ট্রাল উইমেন্স কলেজে ইভিএমের ভোট গ্রহণ প্রশিক্ষণ পরিদর্শন শেষে সাংবাদিকদের কাছে তিনি এ দাবি করেন। সিইসি বলেন, দু-একটি অনাকাক্সিক্ষত ঘটনা ছাড়া ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনের পরিবেশ কমিশনের নিয়ন্ত্রণে আছে। নির্বাচনের পরিবেশ নিয়ন্ত্রণের বাইরে যায়নি। কোথাও কোথাও সামান্য ঘটনা ঘটেছে, যা ধর্তব্য নয়। সিইসি বলেন, ৩০ জানুয়ারি মক ভোটিংয়ের মাধ্যমে ইভিএমে ভোটদান পদ্ধতি ভোটারদের কাছে তুলে ধরা হবে। মক ভোটিং হবে, ভোটারদের আমরা আহ্বান জানাব, আপনারা দেখেন কীভাবে ইভিএমে ভোট দিতে হয়, কীভাবে চালু ও ভোট শেষ করতে হয়। এদিকে নির্বাচনী আচরণবিধি প্রতিপালন নিয়ে খোদ কমিশনেই ক্ষোভ রয়েছে। নির্বাচন আয়োজনের শুরুতেও অনিয়ম ঠেকাতে রিটার্নিং কর্মকর্তাদের তৎপর না থাকা নিয়ে প্রশ্ন তুলেছেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার। এখন তিনি বলছেন, ‘ইসির ভিতরেই লেভেল প্লেয়িং ফিল্ড নেই; তাহলে ভোটে সমান সুযোগ কীভাবে থাকে?’

সর্বশেষ খবর