রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকা থেকে দেড় বছর আগে ‘নিখোঁজ’ হওয়া বরখাস্ত র্যাব কর্মকর্তা হাসিনুর রহমান ডিউক বাসায় ফিরেছেন। তার স্ত্রী শামীমা আখতার সাংবাদিকদের বলেন, শুক্রবার মধ্যরাতে কলিংবেল বেজে ওঠায় দরজা খুলে দেখেন হাসিনুর। তিনি শারীরিকভাবে পুরোপুরি সুস্থ আছেন। তবে এত দিন কোথায় ছিলেন, সে সম্পর্কে কিছু বলেননি। তাকে মানসিকভাবে বিপর্যস্ত করতে পারে এমন কিছু জিজ্ঞাসাও করতে চাইছে না পরিবার। জানা যায়, ২০১৮ সালের ৮ আগস্ট রাত সোয়া ১০টার দিকে দুটি মাইক্রোবাসে আনুমানিক ১৪/১৫ জন লোক এসে মিরপুর ডিওএইচএস এলাকা থেকে হাসিনুরকে তুলে নিয়ে যায় বলে অভিযোগ করে আসছিল তার পরিবার। এ নিয়ে ওই বছর ডিসেম্বরে পরিবারের পক্ষ থেকে সংবাদ সম্মেলনও করা হয়েছিল। পল্লবী থানার এসআই মনিরুল ইসলাম বলেন, গতকাল সকাল থেকে দুই দফা হাসিনুরের স্ত্রীর সঙ্গে কথা হয়েছে। তিনি বলেছেন, শুক্রবার রাত ১২টার দিকে হাসিনুর বাসায় আসেন। তবে তার সঙ্গে কথা বলা বা দেখা করার অনুমতি পাওয়া যায়নি। লেফটেন্যান্ট কর্নেল পদে থাকাকালে জঙ্গি গোষ্ঠীর সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে সেনাবাহিনী থেকে চাকরিচ্যুত হয়েছিলেন হাসিনুর। ২০০৯ সালে তিনি চট্টগ্রাম র্যাব-৭-এর অধিনায়ক ছিলেন। রাষ্ট্রদ্রোহের মামলায় চাকরিচ্যুত হয়ে তিনি কয়েক বছরের সাজা খাটেন। ২০১৮ সালের ৭ ডিসেম্বর ঢাকায় বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনে সংবাদ সম্মেলনে হাসিনুরের স্ত্রী শামীমা আখতার স্বামীর খোঁজে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন। সেদিন তিনি দাবি করেন, তার স্বামী কোনো কিছুর সঙ্গে জড়িত নন, তাকে ভুল বোঝা হচ্ছে। ২৮ বছর নিষ্ঠার সঙ্গে হাসিনুর সেনাবাহিনীতে কাজ করেছেন। তিনি বিভিন্ন পদক পেয়েছেন। কারাভোগের পর তিনি মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন।
শিরোনাম
- সৌদি সফর শেষে যুক্তরাজ্য যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী
- খাগড়াছড়ির পাহাড়ে পূজার আমেজ, প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা
- ব্রাহ্মণবাড়িয়ায় মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত
- শারদীয় দুর্গোৎসবে সারা’র আয়োজন
- বাংলাদেশ থেকেও দেখা যাবে ‘এইচবিও ম্যাক্স’
- শিক্ষার্থীদের ইন্টারনেট আসক্তি ও বই পড়ার আগ্রহ বিষয়ে ফকিরহাটে শুভসংঘের আলোচনা সভা
- স্ন্যাপচ্যাটে নতুন দুই ফিচার চালু
- সড়কে গাছ ফেলে ডাকাতির চেষ্টা
- যশোরে কোটি টাকার স্বর্ণের বারসহ যুবক আটক
- বাজারে এলো সাশ্রয়ী মূল্যের ‘আকিজ ড্রিংকিং ওয়াটার’
- ৫ দিনের রিমান্ডে স্বাস্থ্যের ঠিকাদার মিঠু
- লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৬ বাংলাদেশি
- উখিয়ায় বন্যহাতির রহস্যজনক মৃত্যু
- যুক্তরাষ্ট্রে দ্বীপে চীনের ‘গুয়াম কিলার’ আতঙ্ক
- বিমানবন্দরের নিরাপত্তা নিশ্চিতে নতুন বাহিনী ‘এয়ার গার্ড’
- মোংলায় ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী আটক
- হোয়াটসঅ্যাপের নতুন ফিচারে বদলাবে গ্রুপ চ্যাটের ধরণ
- বাংলাদেশি সমর্থকরা শ্রীলঙ্কার জয়ের অপেক্ষায় রয়েছে : শানাকা
- গাজায় ইসরায়েলি বর্বরতা, নিহত ছাড়াল ৬৫ হাজার
- বয়স্কদের সুষম খাদ্য