রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকা থেকে দেড় বছর আগে ‘নিখোঁজ’ হওয়া বরখাস্ত র্যাব কর্মকর্তা হাসিনুর রহমান ডিউক বাসায় ফিরেছেন। তার স্ত্রী শামীমা আখতার সাংবাদিকদের বলেন, শুক্রবার মধ্যরাতে কলিংবেল বেজে ওঠায় দরজা খুলে দেখেন হাসিনুর। তিনি শারীরিকভাবে পুরোপুরি সুস্থ আছেন। তবে এত দিন কোথায় ছিলেন, সে সম্পর্কে কিছু বলেননি। তাকে মানসিকভাবে বিপর্যস্ত করতে পারে এমন কিছু জিজ্ঞাসাও করতে চাইছে না পরিবার। জানা যায়, ২০১৮ সালের ৮ আগস্ট রাত সোয়া ১০টার দিকে দুটি মাইক্রোবাসে আনুমানিক ১৪/১৫ জন লোক এসে মিরপুর ডিওএইচএস এলাকা থেকে হাসিনুরকে তুলে নিয়ে যায় বলে অভিযোগ করে আসছিল তার পরিবার। এ নিয়ে ওই বছর ডিসেম্বরে পরিবারের পক্ষ থেকে সংবাদ সম্মেলনও করা হয়েছিল। পল্লবী থানার এসআই মনিরুল ইসলাম বলেন, গতকাল সকাল থেকে দুই দফা হাসিনুরের স্ত্রীর সঙ্গে কথা হয়েছে। তিনি বলেছেন, শুক্রবার রাত ১২টার দিকে হাসিনুর বাসায় আসেন। তবে তার সঙ্গে কথা বলা বা দেখা করার অনুমতি পাওয়া যায়নি। লেফটেন্যান্ট কর্নেল পদে থাকাকালে জঙ্গি গোষ্ঠীর সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে সেনাবাহিনী থেকে চাকরিচ্যুত হয়েছিলেন হাসিনুর। ২০০৯ সালে তিনি চট্টগ্রাম র্যাব-৭-এর অধিনায়ক ছিলেন। রাষ্ট্রদ্রোহের মামলায় চাকরিচ্যুত হয়ে তিনি কয়েক বছরের সাজা খাটেন। ২০১৮ সালের ৭ ডিসেম্বর ঢাকায় বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনে সংবাদ সম্মেলনে হাসিনুরের স্ত্রী শামীমা আখতার স্বামীর খোঁজে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন। সেদিন তিনি দাবি করেন, তার স্বামী কোনো কিছুর সঙ্গে জড়িত নন, তাকে ভুল বোঝা হচ্ছে। ২৮ বছর নিষ্ঠার সঙ্গে হাসিনুর সেনাবাহিনীতে কাজ করেছেন। তিনি বিভিন্ন পদক পেয়েছেন। কারাভোগের পর তিনি মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন।
শিরোনাম
- সংবিধান সংশোধন করে সেনাপ্রধানের ক্ষমতা বাড়ালো পাকিস্তান
- নেত্রকোনায় হুমায়ূন আহমেদের জন্মদিনে হিমু উৎসব
- জকসু নির্বাচন উপলক্ষে ক্যাম্পাসের সব ব্যানার-ফেস্টুন সরানোর নির্দেশ
- সিলেটে প্রভাব নেই লকডাউনের
- আইরিশদের বিপক্ষে ইনিংস জয়ের পথে টাইগাররা
- চিরিরবন্দরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠির ৭৭ পরিবারের মাঝে ছাগল বিতরণ
- ফিলিস্তিনি ভূখণ্ডে নিরস্ত্র পুলিশ মোতায়েন জার্মানির
- মানুষ নেই, এআই দিয়ে লকডাউন পালন করছে আওয়ামী লীগ : এ্যানি
- রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৪৩ নেতা-কর্মী গ্রেপ্তার
- নরসিংদীতে লকডাউনে সাড়া নেই, স্বাভাবিক জীবনযাত্রা
- রবিবার আরও ১২ দলের সঙ্গে ইসির সংলাপ
- ব্রাহ্মণবাড়িয়ায় গভীর রাতে রেললাইনে আগুন
- যুদ্ধবিরতির পরেও ২৪৫ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল
- ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে তিনজনের মৃত্যু, হাসপাতালে ৮৩৩
- ক্যারিবিয়ান দেশগুলো আক্রমণে মিথ্যা নাটক সাজাচ্ছে আমেরিকা: মাদুরো
- সাংবাদিক সুভাষ সিংহের ব্যাংক হিসাব অবরুদ্ধ
- টাঙ্গাইলে প্রাথমিক বিদ্যালয়ে প্লে গ্রাউন্ড স্থাপন, আনন্দমুখর শিক্ষার নতুন দিগন্ত
- সন্ধ্যায় স্থায়ী কমিটির জরুরি বৈঠক ডেকেছে বিএনপি
- বগুড়া সরকারি শাহ সুলতান কলেজ ছাত্রদলের পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
- গণভোটের ব্যালটে থাকছে যে প্রশ্ন