রবিবার, ১৭ মে, ২০২০ ০০:০০ টা

ভ্যাকসিন আসুক না আসুক স্বাভাবিক অবস্থায় ফিরব

প্রতিদিন ডেস্ক

ভ্যাকসিন আসুক না আসুক স্বাভাবিক অবস্থায় ফিরব

প্রাণঘাতী করোনাভাইরাসের ভ্যাকসিন আসুক বা না আসুক তার দেশকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা হবে বলে ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সিএনএন। হোয়াইট হাউসের রোজ গার্ডেনে করোনা নিয়ে নিয়মিত প্রেস ব্রিফিংয়ে স্থানীয় সময় গত শুক্রবার তিনি এ ঘোষণা দেন। প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ‘আমি একটি বিষয়ে সবাইকে স্পষ্ট করতে চাই। এটা খুব গুরুত্বপূর্ণ। ভ্যাকসিন আসুক কিংবা না আসুক আমরা স্বাভাবিক অবস্থায় ফিরব এবং আমরা এর প্রক্রিয়া শুরু করেছি।’

প্রেস ব্রিফিংয়ে তিনি আরও বলেন, ‘আরও অনেক ক্ষেত্রে কিন্তু ভ্যাকসিন তৈরি হয়নি এবং ভাইরাস কিংবা ফ্লু আসবেই, আপনাকে এর বিরুদ্ধে লড়াই করেই চলতে হবে।’ এ সময় তিনি সবকিছু স্বাভাবিক করার ওপর জোরারোপ করেন। ট্রাম্প বলেন, ‘আমার ধারণা লোকেরা মাঝেমধ্যে, আমরা এখনো ঠিক জানি না, তবে মনে হয়, তারা ভাইরাসটির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে পারছে, অন্তত অল্প সময়ের জন্য হলেও। এটা হতে পারে জীবনের জন্য। তবে আপনাকে এর বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে হবে।’ বছরের শেষনাগাদ করোনার ভ্যাকসিন তৈরি হবে বলে আশাবাদ ব্যক্ত করেন ট্রাম্প। এদিকে বিশেষজ্ঞরা এখনই সবকিছু সচল করার বিরোধিতা করেছেন। তাদের দাবি, এটা হলে ভাইরাসটি আরও ব্যাপকহারে কমিউনিটিতে ছড়িয়ে পড়বে। সমালোচকরা বলছেন, নভেম্বরে প্রেসিডেন্ট নির্বাচন, তাই ঝুঁকি নিয়ে হলেও সব সচল করতে চাচ্ছেন ট্রাম্প।

 

সর্বশেষ খবর