বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

ভবন দেখতে বিদেশ যাবেন ৩০ কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক

গণগ্রন্থাগার অধিদফতরের জন্য কী ধরনের ভবন তৈরি করা হবে তা দেখতে বিদেশ যাবেন ৩০ সরকারি কর্মকর্তা। এতে প্রত্যেক কর্মকর্তার পেছনে ব্যয় হবে ৬ লাখ ৬৬ হাজার টাকা। এ ছাড়া ৯৭৩ জন পরামর্শকের জন্য ১৯ কোটি ৮২ লাখ ৬৫ হাজার টাকা বরাদ্দ রাখা হয়েছে। গতকাল ‘গণগ্রন্থাগার অধিদফতরের বহুতল ভবন নির্মাণ’ শীর্ষক প্রকল্পে এ ব্যয়ের প্রস্তাব করা হয়। ভবন নির্মাণ প্রকল্প খাতে এ বরাদ্দ রাখা হয়েছে। যদিও প্রস্তাব ছিল আরও বেশি। সেই সঙ্গে পরামর্শক খাতে বড় অঙ্কের বরাদ্দ চাওয়া হয়েছে। সংশ্লিষ্ট একটি সূত্রের দাবি, ওয়েবসাইটে ঢুকে মুহূর্তেই দেশি-বিদেশি আকর্ষণীয় ভবন দেখা যায়। যা থেকে অতি সহজেই বেছে নেওয়া যায় কাক্সিক্ষত মডেল। জানা গেছে, গত বছরের ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত প্রকল্প মূল্যায়ন কমিটির সভার সুপারিশগুলো প্রতিপালনে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির বৈঠকে উপস্থাপনের সুপারিশ করেছে পরিকল্পনা কমিশন। যে কোনো বৈঠকে এটি অনুমোদনের জন্য তোলা হবে বলে জানা গেছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর