বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

শিগগিরই ভারতীয় পিঁয়াজ পাঠাতে শ্রিংলার উদ্যোগ

গৌতম লাহিড়ী, নয়াদিল্লি

ভারতের বাণিজ্য মন্ত্রণালয় শিগগিরই বাংলাদেশে পিঁয়াজ রপ্তানির অনুমতি দিতে পারে বলে সরকারি সূত্রে জানা গেছে। পিঁয়াজ রপ্তানির ওপর নিষেধাজ্ঞা জারি হওয়ার পর দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোহাম্মদ ইমরান পররাষ্ট্র মন্ত্রণালয়ের পদস্থ অফিসারদের সঙ্গে যোগাযোগ করেন। তিনি এও জানান, নিষেধাজ্ঞা বিষয়ে তার দেশকে আগেভাগে জানানো হয়নি। সরকারি সূত্র জানান, পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলা উদ্যোগী হয়েছেন বাণিজ্য মন্ত্রণালয় যাতে বাংলাদেশে পিঁয়াজ রপ্তানির নিষেধাজ্ঞা শিথিল করে। জানা যায়, সম্পূর্ণ নিষেধাজ্ঞা প্রত্যাহার না হলেও যেসব রপ্তানির জন্য লেটার অব ব্যাংক ক্রেডিট ইস্যু হয়েছে, সেসব  রপ্তানি অনুমোদন করা হবে। যার পরিমাণ ২০-২৫ হাজার মেট্রিক টন। এ পরিমাণ পিঁয়াজ বাজারে পৌঁছালে দাম কমতে পারে।

নিষেধাজ্ঞার নেপথ্যের কারণ সম্পর্কে বাণিজ্য মন্ত্রণালয় জানায়, এবারে বর্ষা দেরিতে হওয়ায় উৎপাদন কম। তবে এখনো অগ্নিমূল্য হয়নি। কিন্তু পাইকারি বাজারে হঠাৎ দাম বাড়ছে। রাজনৈতিক দিক থেকে বিজেপি সরকার আসন্ন বিহার নির্বাচন নিয়ে উদ্বিগ্ন। তারা চায় না কোনো কারণে পিঁয়াজের দাম বেড়ে যাক। তাই রপ্তানি নিষেধ করছে। তবে এ নির্দেশ সাময়িক।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর