বুধবার, ২৪ মার্চ, ২০২১ ০০:০০ টা

শেয়ারবাজারে বিশ্বাসের অভাব

নিজস্ব প্রতিবেদক

শেয়ারবাজারে বিশ্বাসের অভাব

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, শেয়ারবাজারের প্রতি মানুষের বিশ্বাসের অভাব রয়েছে। তবে কেন অভাব তা আমি জানি না। এই বিশ্বাসের ঘাটতি থেকে সবাইকে বের হতে হবে। গতকাল ‘স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বঙ্গবন্ধুর স্বপ্নের আলোকে বাংলাদেশের শেয়ারবাজারের অর্জন ও সম্ভাবনা’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ কথা  বলেন। ভার্চুয়াল প্ল্যাটফরমে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) আয়োজিত আলোচনায় আরও অংশ নেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের  চেয়ারম্যান অধ্যাপক শিবলি রুবাইয়াত-উল-ইসলাম ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সিনিয়র সচিব মো. আসাদুল ইসলাম। এছাড়া ডিএসইর শীর্ষ কর্মকর্তারা অংশ নেন। অর্থমন্ত্রী বলেন, গত বছর বাজেটে শেয়ারবাজারের জন্য যা চাওয়া হয়েছিল, তারচেয়ে বেশি দেওয়া হয়েছে। আমরা কালো টাকা বিনিয়োগের সুযোগ করে দিয়েছি। নগদ লভ্যাংশে উৎসাহিত করেছি। আগামী অর্থবছরের বাজেট পরিকল্পনা চলছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর