শুক্রবার, ৭ মে, ২০২১ ০০:০০ টা

যত তাড়াতাড়ি সম্ভব টিকা আনার চেষ্টা

কূটনৈতিক প্রতিবেদক

যত তাড়াতাড়ি সম্ভব টিকা আনার চেষ্টা

চলমান টিকা সংকট নিরসনে সরকার ভারত ও যুক্তরাষ্ট্র থেকে টিকা আনার চেষ্টা করছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন। গতকাল দুপুরে মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে তিনি সাংবাদিকদের জানান, ৩০ লাখ টিকা চেয়ে ভারতকে চিঠি দেওয়া হয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র থেকেও ৪০ লাখ টিকা চাওয়া হয়েছে। যত তাড়াতাড়ি সম্ভব টিকা আনতে চেষ্টা চলছে। মন্ত্রী বলেন, বাংলাদেশকে টিকা দিতে মার্কিন দূতাবাস সর্বোচ্চ চেষ্টা করবে। যুক্তরাষ্ট্র অন্যান্য সরঞ্জাম দিচ্ছে। বাংলাদেশকে দেওয়া চীনের উপহারের ৫ লাখ টিকা ১২ মে আসছে বলে পররাষ্ট্রমন্ত্রী গত বুধবার জানিয়েছিলেন। দেশটির কাছ থেকে উপহারের টিকার পাশাপাশি বাণিজ্যিকভাবে টিকা সংগ্রহের চেষ্টাও বাংলাদেশ চালাচ্ছে বলে জানান তিনি। ভারত থেকে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা পাওয়ার ক্ষেত্রে অনিশ্চয়তা তৈরি হওয়ার পরই মূলত সরকার চীন থেকে টিকা পাওয়ার চেষ্টা শুরু করেছিল।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর