শিরোনাম
শনিবার, ৮ মে, ২০২১ ০০:০০ টা

মোদিকে চিঠি দিয়ে একহাত নিলেন রাহুল

প্রতিদিন ডেস্ক

মোদিকে চিঠি দিয়ে একহাত নিলেন রাহুল

ভারতে করোনাভাইরাস (কভিড-১৯) মোকাবিলায় নাজেহাল প্রধানমন্ত্রীকে কাঠগড়ায় তুলে কংগ্রেস নেতা রাহুল গান্ধী বলেছেন, চলমান পরিস্থিতিতে সরকারের চূড়ান্ত ব্যর্থতা আরও একবার গোটা দেশে বিপর্যয়কর লকডাউন অবশ্যম্ভাবী করে তুলছে। সূত্র : এনডিটিভি। গতকাল তিন পৃষ্ঠার এক চিঠিতে কভিড পরিস্থিতিকে ‘সুনামির’ সঙ্গে তুলনা করে রাহুল লিখেছেন, ‘অগ্রপশ্চাৎ বিবেচনা না করে কভিডের বিরুদ্ধে আগেভাগে জয় ঘোষণার ঔদ্ধত্যের ধরুন গোটা দেশ আজ বিপর্যয়ের মুখে দাঁড়িয়ে।’

রাহুলের এই ‘পত্রবোমা’ ঠিক সেই সময় এসেছে, যখন বাস্তবিকই কেন্দ্রীয় সরকার নাজেহাল। প্রতিদিন দেশের বিভিন্ন রাজ্য সংক্রমণের নতুন রেকর্ড তৈরি করছে। দিনে ৪ লাখের বেশি মানুষ নতুনভাবে সংক্রমিত হচ্ছে। রাজ্যে রাজ্যে হাহাকার অক্সিজেনের, হাসপাতালের বিছানার। প্রয়োজনীয় অক্সিজেনের জোগান পেতে দিল্লি সরকারকে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে হয়েছে। একদিকে নিদারুণ প্রশাসনিক ব্যর্থতা, অন্যদিকে রাজনৈতিক দূরদর্শিতার অভাব ও সরকারের একগুঁয়ে মনোভাবের জন্য দেশে-বিদেশে প্রবল সমালোচনার মুখে পড়তে হয়েছে মোদি সরকারকে। এ পরিস্থিতিতে রাহুল প্রধানমন্ত্রীকে বলেন, ‘সংকটের এই মুহূর্তে ওয়াকিবহাল সব মহলের সঙ্গে কথা বলুন। সবাইকে আস্থায় নিন, যাতে একসঙ্গে আমরা দেশকে রক্ষা করতে পারি।’

ভারতের বৈচিত্র্যপূর্ণ চরিত্রের কারণে করোনাভাইরাস বারবার রূপ বদল করছে জানিয়ে রাহুল চার দফা ইতিকর্তব্যের কথা প্রধানমন্ত্রীকে মনে করিয়ে দিয়েছেন। তিনি বলেছেন, ভাইরাস কীভাবে রূপ বদলাচ্ছে, তার বৈজ্ঞানিক ব্যাখ্যা অত্যন্ত প্রয়োজনীয়, যাতে দ্রুত ব্যবস্থা নেওয়া যায়। নতুন নতুন যেসব রূপের উদ্ভব ঘটছে, সেগুলোর বিরুদ্ধে প্রচলিত সব টিকার কার্যকারিতা খতিয়ে দেখা দরকার। দেশের সব মানুষকে দ্রুত টিকার আওতায় নিয়ে আসা উচিত এবং স্বচ্ছতার সঙ্গে গোটা পৃথিবীকে জানানো উচিত যে, আমরা কীভাবে পরিস্থিতির মোকাবিলা করছি। প্রধানমন্ত্রীকে রাহুল স্মরণ করিয়ে দিয়ে বলেছেন, বৈচিত্র্যময় ভারত কভিডের স্বচ্ছন্দ বিচরণভূমিই শুধু নয়, রূপ পরিবর্তনেরও সহায়ক। লাগামছাড়া সংক্রমণ শুধু ভারত নয়, গোটা বিশ্বের পক্ষেই বিপজ্জনক।

 

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর