বুধবার, ১৯ মে, ২০২১ ০০:০০ টা

আটকে থাকা রাজস্ব আদায়ে রাষ্ট্রকেই তৎপর হতে হবে

বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক

আটকে থাকা রাজস্ব আদায়ে রাষ্ট্রকেই তৎপর হতে হবে

মামলাজালে আটকে থাকা ৪১ হাজার কোটি টাকা রাজস্ব আদায়ের বিষয়ে জানতে চাইলে আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক বাংলাদেশ প্রতিদিনকে বলেন, মামলাজটের সুযোগ কাজে লাগিয়ে একশ্রেণির ব্যবসায়ী মামলাকে রাজস্ব ফাঁকির হাতিয়ার হিসেবে ব্যবহার করছেন। যেহেতু সরকার এখানে ক্ষতিগ্রস্ত তাই সরকারকেই এসব মামলা দ্রুত নিষ্পত্তির জন্য উদ্যোগ নিতে হবে। এনবিআরের উচিত হবে প্রধান বিচারপতির সঙ্গে আলোচনা করে এ-সংক্রান্ত মামলা দ্রুত নিষ্পত্তির ব্যবস্থা করা। এ টাকাগুলো উদ্ধার করা গেলে এই সময়ে রাষ্ট্রীয় অর্থনীতি আরও বেশি গতিশীল হবে। বন্ড সুবিধার অপব্যবহার প্রসঙ্গে তিনি বলেন, সৎ উদ্দেশ্য নিয়ে বন্ড লাইসেন্স দেওয়া হয়ে থাকে। তবে ব্যবসায়ীরা সেটা ব্যবহার করেন অসৎ কাজে। তাই আইন সংশোধন করে আত্মঘাতী এ সুবিধা বাতিল করা উচিত।

সর্বশেষ খবর