শুক্রবার, ২১ মে, ২০২১ ০০:০০ টা

খালেদা জিয়ার অবস্থার কিছুটা উন্নতি

নিজস্ব প্রতিবেদক

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। তিনি একটু একটু করে তরল খাবার খেতে পারছেন। ফুসফুসের পানিও প্রায় কমে গেছে। ডায়াবেটিসের মাত্রা ওঠানামা করলেও মাত্রাটা নিম্নমুখী। সবমিলিয়ে তাঁর অবস্থা স্থিতিশীল রয়েছে। সংশ্লিষ্ট চিকিৎসকদের সূত্রে এসব তথ্য জানা গেছে।

গতকাল বিকালে এভারকেয়ার হাসপাতাল ও তাঁর ব্যক্তিগত চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের বিশেষজ্ঞ চিকিৎসকরা পৃথকভাবে তাঁর খোঁজ-খবর নিয়েছেন। জানা গেছে, বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার কিছু কিছু ক্ষেত্রে উন্নতি হলেও পোস্ট-কভিডজনিত সমস্যাগুলো অব্যাহত রয়েছে। ফুসফুসের পানি অপসারণের জন্য লাগানো দুটো নলের মধ্যে একটি বুধবার খুলে দেওয়া হয়েছে। তবে আর্থ্রাইটিসের কারণে তাঁর হাত-পা ফুলে যাওয়া এবং ব্যথার সমস্যাগুলো এখনো রয়েছে। ফুলা বা ব্যথা কোনোটাই তেমন কমেনি। করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর শ্বাস-প্রশ্বাসজনিত সমস্যা দেখা দিলে গত ২৭ এপ্রিল তাঁকে এই হাসপাতালে ভর্তি করা হয়েছিল। এর আগে ১১ এপ্রিল করোনা পরীক্ষায় পজিটিভ রিপোর্ট আসে খালেদা জিয়ার। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৬ মে করোনা পরীক্ষার ফল নেগেটিভ আসে।

সর্বশেষ খবর