শনিবার, ১০ জুলাই, ২০২১ ০০:০০ টা

আগুনের ঘটনায় গাফিলতি থাকলে কঠোর ব্যবস্থা

নিজস্ব প্রতিবেদক

আগুনের ঘটনায় গাফিলতি থাকলে কঠোর ব্যবস্থা

নারায়ণগঞ্জের রূপগঞ্জে সজীব গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান সেজান জুস কারখানায় আগুনের ঘটনায় গাফিলতি থাকলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন র‌্যাব মহাপরিচালক (ডিজি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন। গতকাল বিকালে দুর্ঘটনাস্থল পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। র‌্যাব মহাপরিচালক বলেন, আগুনের ঘটনা তদন্ত করা হবে। ওই ঘটনায় কারও কোনো রকম গাফিলতি থাকলে তিনি যত বড় ক্ষমতাশালীই হোন না কেন, কোনো ছাড় দেওয়া হবে না। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আগুনের কারণ জানতে জেলা প্রশাসন, ফায়ার সার্ভিস এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতর পৃথক তদন্ত কমিটি গঠন করেছে।

তদন্ত প্রতিবেদনে কারও গাফিলতি পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বৃহস্পতিবার সেজান জুস কারখানায় মর্মান্তিক আগুনের ঘটনায় ফায়ার সার্ভিসের তথ্যানুযায়ী ৫২ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। শ্রমিক ভাইদের ধৈর্য ধরার অনুরোধ করে তিনি বলেন, যাতে কেউ মিথ্যা বা কোনো গুজব না ছড়ায় সেদিকেও নজর রাখতে হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর