মঙ্গলবার, ১৩ জুলাই, ২০২১ ০০:০০ টা

এ মৃত্যু মেনে নেওয়া যায় না

নিজস্ব প্রতিবেদক

এ মৃত্যু মেনে নেওয়া যায় না

বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লা বুলু বলেছেন, করোনাকালে অক্সিজেনের অভাবে মানুষ মারা যাবে, এটা মেনে নেওয়া যায় না। এটা সরকারের চরম ব্যর্থতা। প্রত্যেক জেলা হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেন থাকা উচিত। একইভাবে প্রত্যেক জেলায় আইসিইউ থাকতে হবে। গতকাল নোয়াখালীর বেগমগঞ্জের চৌমুহনী চৌরাস্তা এলাকায় বিএনপির উদ্যোগে করোনা হেল্প সেন্টার ও অক্সিজেন ব্যাংকের উদ্বোধন করার সময় তিনি এ কথা বলেন। বেগমগঞ্জ উপজেলায় বিএনপি ও অংগসংগঠনের উদ্যোগে এ হেল্প সেন্টার ও অক্সিজেন ব্যাংক চালুর উদ্যোগ নেওয়া হয়। এর উদ্বোধনের সময় সাবেক মন্ত্রী বরকত উল্লাহ বুলু বলেন, বিএনপি নেতা-কর্মীরা সব সময় জনগণের পাশে আছে এবং থাকবে। করোনা পরিস্থিতিতে মানুষকে খাদ্য সহায়তা, সুরক্ষা সামগ্রী ও অক্সিজেন সরবরাহ আমাদের সেবামূলক কার্যক্রমেরই অংশ। এ সময় উপস্থিত ছিলেন বেগমগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি কামাক্ষা চন্দ্র দাস, বেগমগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুল হক আবেদ, বেগমগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি ওমর শরীফ  মো. ইমরান, জেলা যুবদলের সভাপতি মঞ্জুরুল আজিম সুমনসহ বিএনপি ও অংগসংগঠনের নেতা-কর্মীরা।

সর্বশেষ খবর