শনিবার, ৭ আগস্ট, ২০২১ ০০:০০ টা

বিশ্বকে চলতি বছরই ২০০ কোটি টিকা দেবে চীন

প্রতিদিন ডেস্ক

বিশ্বকে চলতি বছরই ২০০ কোটি টিকা দেবে চীন

শি জিন পিং

চলতি বছরের মধ্যেই বিশ্বকে ২০০ কোটি ডোজ করোনাভাইরাসের টিকা দেওয়ার কথা জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। কভিড-১৯ ভ্যাকসিন কোঅপারেশন ফোরামে পাঠানো এক লিখিত বিবৃতিতে শি জিনপিং এ আশ্বাস দেন। তিনি বলেন, বিশ্বকে কভিড-১৯ থেকে বাঁচাতে এই ভ্যাকসিন সরবরাহ করবে তার দেশ। এ ছাড়া কোভ্যাক্স গ্লোবালের জন্য ভ্যাকসিন তৈরি ও বিতরণে চীন ১০ কোটি ডলার অনুদান দেবে বলেও জানিয়েছেন শি জিন পিং। আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের খবরে এসব তথ্য জানানো হয়। রয়টার্স জানায়, চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই জানিয়েছেন, চীন ইতিমধ্যেই বিশ্বজুড়ে ৭৭ কোটি ডোজ কভিড ভ্যাকসিন সরবরাহ করেছে। দেশটির ভ্যাকসিন উৎপাদনকারী প্রতিষ্ঠান সিনোভ্যাক বায়োটেকের ভ্যাকসিনই সব থেকে বেশি রপ্তানি করা হচ্ছে। বাংলাদেশসহ দক্ষিণ এশিয়া ও দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোতে এই ভ্যাকসিন প্রয়োগ করা হচ্ছে। বিশ্বের ২০ দেশের সঙ্গে ৯০ কোটি ডোজ সরবরাহের চুক্তি করেছে। এ তথ্য জানিয়েছেন সিনোভ্যাক বায়োটেকের প্রধান নির্বাহী ইন ওয়েইডং।

সর্বশেষ খবর