শুক্রবার, ১৭ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ টা

জিএসপি প্লাস নির্ভর করছে ইইউর সিদ্ধান্তের ওপর

নিজস্ব প্রতিবেদক

জিএসপি প্লাস নির্ভর করছে ইইউর সিদ্ধান্তের ওপর

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি সংসদে জানিয়েছেন, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) বাংলাদেশকে জিএসপি প্লাস সুবিধা দেবে কি না তা তাদের রাজনৈতিক বিবেচনার ওপর নির্ভরশীল। জিএসপি প্লাস সুবিধা প্রদানের ক্ষেত্রে বাংলাদেশের শ্রম অধিকার, কারখানার নিরাপত্তা, শিশু শ্রম ও সুশাসন বিষয়ে ইইউর প্রশ্ন রয়েছে। তবে ইউরোপীয় ইউনিয়নের কাছ থেকে জিএসপি প্লাস সুবিধা পেতে সরকার কাজ করে যাচ্ছে। এ ছাড়া বর্তমানে বাংলাদেশ এলডিসি হিসেবে ইউরোপীয় ইউনিয়ন থেকে ডিউটি ফ্রি-কোটা ফ্রি বাজার সুবিধা পাচ্ছে। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে গতকাল জাতীয় সংসদের ১৪তম অধিবেশনের সমাপনী দিনে টেবিলে উত্থাপিত প্রশ্নোত্তর পর্বে তিনি এসব তথ্য জানান। সরকারদলীয় এমপি এম আবদুল লতিফের (চট্টগ্রাম-১১) লিখিত প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী আরও জানান, ভবিষ্যতের জন্য ইইউ নতুন করে জিএসপি রেগুলেশন প্রণয়ন করছে। ওই রেগুলেশনের আওতায় বাংলাদেশ যাতে জিএসপি প্লাস সুবিধা পায় তার জন্য সরকার কাজ করছে। তিনি আরও জানান, ২০২৬ সালে বাংলাদেশ চূড়ান্তভাবে স্বল্পোন্নত দেশ হতে উত্তরণ ঘটলে বর্তমান জিএসপি আইন অনুযায়ী তিন বছর ট্রানজিশন টাইম পাওয়ার কথা রয়েছে। ২০২৯ এর পর ইইউ-তে বাংলাদেশের শুল্কমুক্ত বাজার সুবিধা অব্যাহত রাখতে নিবিড় যোগাযোগ রাখা হচ্ছে।

বাংলাদেশ সবচেয়ে বেশি পণ্য রপ্তানি করে ইইউ ও যুক্তরাষ্ট্রে : সরকারি দলের সদস্য নুরুন্নবী চৌধুরীর প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, বর্তমানে বাংলাদেশ ইউরোপীয় ইউনিয়ন এবং যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি পণ্য রপ্তানি করে। গত ২০২০-২১ অর্থ বছরে ইউরোপীয় ইউনিয়নে ১৭ হাজার ৪৬৪ দশমিক ৩৫ মিলিয়ন মার্কিন ডলার এবং মার্কিন যুক্তরাষ্ট্রে ৬ হাজার ৯৭৪ দশমিক শূন্য ১ মিলিয়ন মার্কিন ডলারের পণ্য রপ্তানি করেছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর