শিরোনাম
বুধবার, ১৫ ডিসেম্বর, ২০২১ ০০:০০ টা

খালেদা জিয়ার বিদেশে চিকিৎসায় আশার আলো দেখছে না বিএনপি

নিজস্ব প্রতিবেদক

বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা  ক্রমে অনিশ্চয়তার দিকে যাচ্ছে বলে অভিমত সংশ্লিষ্ট চিকিৎসকদের। তারা যত তাড়াতাড়ি সম্ভব তাঁকে বিদেশের কোনো উন্নত স্বাস্থ্য কেন্দ্রে নেওয়ার পরামর্শ দিয়েছেন বেগম জিয়ার পরিবার ও হাসপাতাল কর্তৃপক্ষকে। কিন্তু সরকারের পক্ষ থেকে অনুমতি মিলছে না। দলীয় নেতা-কর্মীরা প্রহর গুনছেন, কখন তাদের প্রিয়নেত্রীকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়া হবে। এ প্রসঙ্গে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানউল্লাহ আমানের সঙ্গে আলাপকালে গতকাল রাতে তিনি বাংলাদেশ প্রতিদিনকে বলেন, খালেদা জিয়া গুরুতর অসুস্থ। ডাক্তাররা বলে দিয়েছেন, এদেশে তাঁর আর কোনো চিকিৎসা নেই। কিন্তু সরকার বিদেশ যেতে অনুমতি দিচ্ছে না। তাঁকে বিদেশে নেওয়ার দাবিতে আমাদের কর্মসূচি চলছে। এরমধ্যে সরকার যদি অনুমতি না দেয়, আগামীতে দলের পক্ষ থেকে আমরা আরও কঠোর কর্মসূচি দেব। সংশ্লিষ্ট চিকিৎসকরা জানিয়েছেন, লিভার সিরোসিসে আক্রান্ত বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের কোনো উন্নতি নেই। বরং সার্বক্ষণিক ঝুঁকিতে রয়েছেন তিনি। রক্তক্ষরণের লক্ষণ দেখলেই ইনজেকশন আর ওষুধপত্র দিচ্ছেন তারা। ফলে তাঁর শারীরিক অবস্থা দিন দিন খারাপের দিকেই যাচ্ছে। বেগম জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন গতকাল রাতে বাংলাদেশ প্রতিদিনকে বলেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থা দিন দিন অনিশ্চয়তার দিকেই যাচ্ছে। যত তাড়াতাড়ি সম্ভব তাঁর দ্রুত উন্নত চিকিৎসার প্রয়োজন। এটা আমাদের দেশে সম্ভব নয়। আমরা এখন সেই আশাতেই দিন গুনছি।

সর্বশেষ খবর