বুধবার, ১৯ জানুয়ারি, ২০২২ ০০:০০ টা
নির্বাচন কমিশন গঠনে আইন নিয়ে যত কথা

ইসি গঠনের নতুন আইন পচা কদু : নজরুল

নিজস্ব প্রতিবেদক

ইসি গঠনের নতুন আইন পচা কদু : নজরুল

নির্বাচন কমিশন (ইসি) গঠনে সম্ভাব্য নতুন আইনকে ‘পচা কদু’ বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি বলেন, দলীয় অনুগত লোকদের দিয়ে নির্বাচন কমিশন গঠন করতে সরকার আইন করছে। অনুগত ও অপদার্থ নির্বাচন কমিশন গঠনের চলমান প্রক্রিয়াকে দলীয় স্বার্থে আইনে রূপ দেওয়ার সরকারি অপপ্রয়াস হবে যেই লাউ সেই কদু। এবার সম্ভবত হতে যাচ্ছে ‘পচা কদু’। গতকাল গুলশানে দলীয় চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

সোমবার দলের জাতীয় স্থায়ী কমিটির সভার আলোচনার বিষয়বস্তু জানাতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। নারায়ণগঞ্জ সিটি নির্বাচন নিয়ে বিএনপির মূল্যায়ন সম্পর্কে জানতে চাইলে নজরুল ইসলাম খান বলেন, নির্বাচন একটি দরকারি জিনিস। কিন্তু নির্বাচনের নামে যদি প্রহসন চলে তাহলে সমালোচনা থাকবেই। সভায় ২৫ জানুয়ারিকে দেশব্যাপী সব মহানগর ও জেলায় ‘বাকশাল দিবস’ হিসেবে পালনের সিদ্ধান্ত নেওয়া হয়।

 

সর্বশেষ খবর