বুধবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২২ ০০:০০ টা

নতুন ইসি হবে নূরুল হুদার মতো লোকদের নিয়ে

নিজস্ব প্রতিবেদক

নতুন ইসি হবে নূরুল হুদার মতো লোকদের নিয়ে

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আশঙ্কা প্রকাশ করে বলেছেন, সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার মতো লোক দিয়েই দেশের ১৩তম নির্বাচন কমিশন গঠন করা হবে। তিনি বলেন, সার্চ কমিটির প্রত্যেকেই আওয়ামী লীগের। তারা কমিশনের জন্য রাষ্ট্রপতির কাছে যেসব নাম পাঠাবে দেখা যাবে যে, তারা সবাই সেই হুদার মতোই লোক। জাতীয় প্রেস ক্লাবে ফসলের মাঠে কৃষকের আত্মহত্যার জন্য দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জাতীয়তাবাদী কৃষক দল আয়োজিত প্রতিবাদ সভায় তিনি বক্তৃতা করছিলেন। এতে কৃষক দলের সভাপতি ড. হাসান জাফির তুহিন, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল প্রমুখ বক্তৃতা করেন। মির্জা ফখরুল বলেন, ২০০৮ সালের নির্বাচনের আগে আওয়ামী লীগ অনেক মুখরোচক প্রতিশ্রুতি দিয়েছিল। সেই আশায় অনেকে তাদের ভোট দিয়েছিলেন। কিছু দিন না যেতেই দেশের মানুষ টের পেল আওয়ামী লীগের নির্বাচনী প্রতিশ্রুতি স্রেফ ভাঁওতাবাজি ও প্রতারণা।  তখন গান রচনা হলো ‘আগে জানলে তোর ভাঙা নৌকায় উঠতাম না।’ বিএনপি মহাসচিব বলেন, কৃষক সফিউদ্দিন একটা প্রতীক, সিম্বল। বর্তমানের ভোটারবিহীন, ফ্যাসিস্ট সরকারের নিপীড়নের বিরুদ্ধে সফিউদ্দিনের আত্মহত্যা একটা প্রতীকী আত্মহনন। সফিউদ্দিনের আত্মহননের মধ্য দিয়ে দেশের আত্মার আত্মহনন হয়েছে।

সরকার দুর্নীতির পৃষ্ঠপোষকতা করছে : গতকাল বিকালে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল বলেন, সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে দুর্নীতির পৃষ্ঠপোষকতা করা হচ্ছে। দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে বিএনপি তথা দেশবাসী এটা মেনে নিতে পারে না। দুর্নীতির সঙ্গে বিচার বিভাগকে জড়িয়ে ফেলার স্বীকৃত অপরাধকে আলাদাভাবে বিবেচনায় নেওয়ার দাবি জানাচ্ছে বিএনপি। এ ছাড়া তদন্ত প্রক্রিয়ার স্বচ্ছতার জন্য বিএনপি এই মুহূর্তে আইনমন্ত্রী, বিনিয়োগ উপদেষ্টা ও তথ্য প্রযুক্তি উপদেষ্টাসহ এই ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট সবার পদত্যাগ দাবি করছে।

অবিলম্বে তদন্ত সাপেক্ষে ঘটনার সঙ্গে জড়িতদের বিচারের মুখোমুখি দাঁড় করানোর জোর দাবি জানান তিনি। তিনি বলেন, আইনমন্ত্রী আনিসুল হক ও প্রধানমন্ত্রীর বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানের সাম্প্রতিক টেলিফোনালাপের প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, মন্ত্রী ও উপদেষ্টার এই ফোনালাপ এই সরকারের দুর্নীতির একটি প্রকৃতচিত্র। আজকে জাতির কাছে এটি একটি প্রমাণিত সত্যের দলিল।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর