শুক্রবার, ৬ মে, ২০২২ ০০:০০ টা

দেশে ফিরেছেন হাজী সেলিম

গিয়েছিলেন আইন মেনেই : স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

দেশে ফিরেছেন হাজী সেলিম

হাজী সেলিম

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে চিকিৎসা শেষে দেশে ফিরেছেন ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিম। গতকাল দুপুর সোয়া ১২টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেন তিনি। তার একান্ত সচিব মহিউদ্দিন মাহমুদ বেলাল সাংবাদিকদের বলেন, ‘আজ (বৃহস্পতিবার) দুপুর সোয়া ১২টার দিকে স্যার ঢাকায় ফিরেছেন। চিকিৎসকের পূর্বনির্ধারিত তারিখ অনুযায়ী গত ৩০ এপ্রিল ব্যাংককে গিয়েছিলেন তিনি। সেখানে ফলোআপ চেকআপ করা হয়েছে। এখন স্যারের অবস্থা আগের চেয়ে অনেকটাই ভালো।’ তিনি আরও জানান, হাজী সেলিম দেশে ফিরে লালবাগের ২৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা শাহানি বেগমের জানাজায় অংশ নেন। খাজিদেওয়ান তালগাছ জামে মসজিদে জানাজা অনুষ্ঠিত হয়। নিজের পুরোপুরি সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন হাজী সেলিম।

এদিকে হাজী সেলিম আইন মেনেই দেশের বাইরে গিয়েছিলেন বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। তিনি বলেন, হাজী সেলিম জরুরি চিকিৎসার জন্য ব্যাংককে গিয়েছিলেন। আবার ফিরে এসেছেন। আইনগতভাবে যেটুকু প্রশ্ন আসে, তিনি একজন সংসদ সদস্য, তিনি আইনের প্রতি শ্রদ্ধাশীল। তিনি আইন মেনেই গিয়েছেন, আইন মেনেই আবার চলে এসেছেন। গতকাল দুপুরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, হাই কোর্টের রায় হলে তার অফিশিয়াল রায় চলে আসে। রায় হয়েছিল, ওটা কার্যকর হওয়ার আগেই তিনি (হাজী সেলিম) গিয়েছেন আবার চলেও এসেছেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর