সোমবার, ১৬ মে, ২০২২ ০০:০০ টা

জুনের আগে শুরু হচ্ছে না টিসিবির পণ্য বিক্রি

নিজস্ব প্রতিবেদক

আগামী মাসের আগে শুরু হচ্ছে না সরকারি বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ন্যায্যমূল্যে পণ্য বিক্রি। সুষ্ঠু বণ্টনের স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে সিদ্ধান্ত ছিল সোমবার থেকে ন্যায্য মূল্যে পণ্য বিক্রি শুরু করবে টিসিবি। রমজানে ছয়টি পণ্য  দেওয়া হলেও এবার চারটি পণ্য বিক্রির কথা ছিল। পণ্যগুলো হলো সয়াবিন তেল, চিনি, মসুর ডাল ও ছোলা। টিসিবি গতকাল রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানায়। এতে বলা হয়, আগামী মাসে ফ্যামিলি কার্ডের মাধ্যমে এসব পণ্য বিক্রি করবে টিসিবি। ঢাকা ও বরিশালকে এই ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে। নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় রাখতে নিম্ন আয়ের পরিবারকে সাশ্রয়ী এবং ভর্তুকি মূল্যে পণ্য দেওয়ার লক্ষ্যে সারা দেশে মহানগর, জেলা ও উপজেলা পর্যায়ে ২৫০ থেকে ৩০০ ট্রাকের মাধ্যমে পণ্য বিক্রি করার কথা ছিল টিসিবির।

সর্বশেষ খবর