বৃহস্পতিবার, ২৬ মে, ২০২২ ০০:০০ টা

রাজধানীতে বাসায় দুই বন্ধুর রহস্যজনক মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর কামরাঙ্গীরচরে এক বাসার ভিতর থেকে দুই বন্ধুর লাশ উদ্ধার করা হয়েছে। লাশ দুটি মেরাজ (২০) ও তার বন্ধু রুবেলের (১৯)। তবে তাদের মৃত্যুর কারণ এখনো জানতে পারেনি পুলিশ।

গতকাল সকালে কামরাঙ্গীরচরের মুসলিমবাগ এলাকায় সুরভী লবণ ফ্যাক্টরি গলিতে এ ঘটনা ঘটে। পরে তাদের লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠানো হয়। ঢামেকে মিরাজের চাচাতো ভাই আয়নাল হোসেন জানান, দুই বন্ধু একটি প্লাস্টিক কারখানায় কাজ করতেন। মেরাজের বাবা-মা গ্রামের বাড়ি মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার বিক্রমপুরে গিয়েছিলেন। রাতে মেরাজ ও তার বন্ধু রুবেল বাসায় ছিলেন। কামরাঙ্গীরচর থানার এসআই অনিরুদ্ধ রায় বলেন, মেরাজ লালবাগে একটি প্লাস্টিক কারখানায় কাজ করতেন। কামরাঙ্গীরচর মুসলিমবাগ সুরভী লবণের কারখানার পাশের একটি বাড়িতে তারা ভাড়া থাকেন। তার মা-বাবা গ্রামের বাড়িতে বেড়াতে যান। মেরাজ একাই বাসায় ছিলেন। রাতে মেরাজ তার বন্ধু রুবেলকে বাসায় নিয়ে আসেন। তারা দুজনে মিলেই বাসায় ছিলেন। তবে রুবেলের কোনো ঠিকানা বা পরিচয় এখনো জানা যায়নি। গতকাল সকাল ৯টায় স্থানীয় একজন জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ ফোন দিয়ে বিষয়টি জানায়। এরপর কামরাঙ্গীরচর থানার এসআই অনিরুদ্ধ সেখানে যান। তিনি ঘটনাস্থলে রুবেলকে মৃত অবস্থায় পান, আর মেরাজকে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখেন। তাৎক্ষণিকভাবে এলাকার লোকজন মেরাজকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এসআই অনিরুদ্ধ রায় বলেন, প্রাথমিকভাবে ধারণা করা যায়- দুজনই বিষ জাতীয় কোনো কিছু খেয়ে মারা গেছে। মেরাজের মুখ দিয়ে লালা বের হচ্ছিল। তবে কে বা কারা এই বিষ জাতীয় দ্রব্য পান করিয়েছে নাকি নিজেরাই পান করেছে এ বিষয়ে কোনো কিছু জানা যায়নি। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে। ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া জানান, ঘটনাটি কামরাঙ্গীরচর থানা পুলিশ অবগত আছে। বিষয়টি তারাই তদন্ত করছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর