মঙ্গলবার, ২৮ জুন, ২০২২ ০০:০০ টা

দেশে ফিরলেন রওশন এরশাদ

নিজস্ব প্রতিবেদক

দেশে ফিরলেন রওশন এরশাদ

প্রায় আট মাস থাইল্যান্ডে চিকিৎসা নিয়ে দেশে ফিরেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক বেগম রওশন এরশাদ। গতকাল বেলা সাড়ে ১২টায় থাই এয়ারলাইনসের ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবরতণ করেন তিনি। রওশন এরশাদের দেশে ফেরা উপলক্ষে বিমানবন্দরে শোডাউন করেন দলটির নেতা-কর্মীরা। বিমানবন্দরে দলের সিনিয়র নেতাদের নিয়ে তাকে স্বাগত জানান জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের। রওশন এরশাদ বিমানবন্দর থেকে সরাসরি গুলশানে হোটেল ওয়েস্টিনে উঠেছেন। গত বছরের ৫ নভেম্বর সংকটাপন্ন অবস্থায় চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে ব্যাংকক যান তিনি। এইচ এম এরশাদ ট্রাস্টের চেয়ারম্যান কাজী মামুনুর রশীদ বাংলাদেশ প্রতিদিনকে জানান, বিরোধীদলীয় নেতা আগামী ৩০ জুন বাজেট পাসের দিন জাতীয় সংসদের অধিবেশনে উপস্থিত থাকবেন। পরে ৪ জুলাই চিকিৎসার জন্য আবারও থাইল্যান্ড যাবেন। এক প্রশ্নের উত্তরে কাজী মামুন জানান, বেগম এরশাদের গুলশানের বাসভবনের উত্তর পাশে একটি বহুতল ভবন নির্মাণের কাজ চলছে। এ জন্য তিনি হোটেলে উঠেছেন। বিমানবন্দরে রওশন এরশাদকে স্বাগত জানাতে পার্টি নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন জাপার কো-চেয়ারম্যান এ বি এম রুহুল আমিন হাওলাদার, কাজী ফিরোজ রশীদ, সৈয়দ আবু হোসেন বাবলা, সালমা ইসলাম, মসিউর রহমান রাঙ্গা, গোলাম কিবরিয়া টিপু, মাসুদ উদ্দিন চৌধুরী, মীর আবদুস সবুর আসুদ, রেজাউল ইসলাম ভূইয়া, শফিকুল ইসলাম সেন্টু প্রমুখ।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর