বৃহস্পতিবার, ২৮ জুলাই, ২০২২ ০০:০০ টা

আবারও প্রার্থী হওয়ার ইঙ্গিত ট্রাম্পের

প্রতিদিন ডেস্ক

আবারও প্রার্থী হওয়ার ইঙ্গিত ট্রাম্পের

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউস ছেড়ে যাওয়ার পর দেড় বছর ওয়াশিংটনে না ফিরলেও এবার ফিরেছেন এবং তাকে মঙ্গলবার রাজপথে দেখা গেছে। এ সময় তিনি সমর্থকদের উদ্দেশে বলেছেন, ২০২৪ সালের নির্বাচনে তিনি প্রেসিডেন্ট পদে লড়বেন। সূত্র: বিবিসি, সিএনএন, দ্য গার্ডিয়ান, এপি, নিউইয়র্ক টাইমস।

বক্তব্যে ৭৬ বছর বয়সী ট্রাম্প বলেন, ‘আমি সব সময় বলি যে প্রথমবার প্রতিদ্বন্দ্বিতা (প্রেসিডেন্ট পদে) করে আমি জিতেছিলাম। এরপর দ্বিতীয়বার প্রার্থী হয়ে আমি অনেক ভালো করেছি। আমাদের হয়তো আবারও এ কাজ করতে হবে। দেশকে শৃঙ্খলার মধ্যে আনতে হবে আমাদের।’ সামনের দিনগুলোতে এ ব্যাপারে আরও বিস্তারিত বলবেন বলে উল্লেখ করেন ট্রাম্প। ভাষণে ২০১৬ সালের নির্বাচনী প্রচারণার সময় তিনি যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিলেন, সেগুলোই তার কণ্ঠে আবারও প্রতিধ্বনিত হয়েছে। 

২০২১ সালের ৬ জানুয়ারি বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের বিজয়ের সত্যায়ন ঠেকাতে ক্যাপিটল হিলে চালানো হামলার ঘটনায় কংগ্রেসের হাউস কমিটি যে তদন্ত করেছে, তার নিন্দা জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প।

সর্বশেষ খবর