শুক্রবার, ২৯ জুলাই, ২০২২ ০০:০০ টা

বিএনপির আয় থেকে ব্যয় কোটি টাকা বেশি

নিজস্ব প্রতিবেদক

২০২১ সালের আয়-ব্যয়ের হিসাব নির্বাচন কমিশনে (ইসি) দাখিল করেছে বিএনপি। গত বছর আয়ের চেয়ে ১ কোটি ১৪ লাখ ৩৪ হাজার ৭২৭ টাকা বেশি ব্যয় করেছে দলটি। হিসাবে ২০২১ সালে বিএনপি আয় দেখিয়েছে ৮৪ লাখ ১২ হাজার ৪৪৪ টাকা, আর ব্যয় ১ কোটি ৯৮ লাখ ৪৭ হাজার ১৭১ টাকা। গতকাল দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ ইসি সচিবের কাছে এ হিসাব জমা দেন। পরে তিনি সাংবাদিকদের কাছে এ তথ্য তুলে ধরেন।

দলের সদস্যদের মাসিক চাঁদা, মনোনয়ন ফরম বিক্রি, ব্যক্তি-প্রতিষ্ঠান থেকে অনুদান ও এফডিআরের লাভ থেকে আয় দেখিয়েছে বিএনপি।

কর্মচারীদের বেতন-বোনাস, ক্রোড়পত্র বিল, অফিস খরচসহ বিভিন্ন খাতে ব্যয় দেখানো হয়েছে।

সর্বশেষ খবর