বৃহস্পতিবার, ১১ আগস্ট, ২০২২ ০০:০০ টা

নারীর ক্ষমতায়নে বাংলাদেশ রোল মডেল

নিজস্ব প্রতিবেদক

নারীর ক্ষমতায়নে বাংলাদেশ রোল মডেল

যুক্তরাষ্ট্র সফররত স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, নারীর রাজনৈতিক ক্ষমতায়নের ক্ষেত্রে উন্নয়নশীল বিশ্বে বাংলাদেশ রোল মডেল। এ সময় জলবায়ুর পরিবর্তনজনিত সংকটে নারী বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে উল্লেখ করে পরিবেশ সংরক্ষণে নারীর অংশগ্রহণ বৃদ্ধি করতে পারলে এ ক্ষেত্রে সাফল্য আসবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। এ ছাড়া করোনা মহামারিতেও নারী বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে উল্লেখ করে নারীর এ অবস্থা থেকে উত্তরণে বিশ্বের সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি। সংসদের গণসংযোগ বিভাগ জানায়, জাতিসংঘের ওমেন সদর দফতরে গতকাল ‘ইউএন ওমেনের’ ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক মিস অনিতা ভাটিয়া ও অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে বৈঠককালে স্পিকার ড. শিরীন শারমিন এ আহ্বান জানান। ইউএন ওমেন সদর দফতরে স্পিকারকে স্বাগত জানিয়ে অনিতা ভাটিয়া বলেন, বাংলাদেশ সার্বিকভাবে নারীর ক্ষমতায়নে বিশ্বে অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছে। বিশেষ করে নারীর রাজনৈতিক ক্ষমতায়নে বাংলাদেশের গৃহীত নানা পদক্ষেপ প্রশংসনীয়। তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার এসব পদক্ষেপের প্রশংসা করে বলেন, এ জন্য তিনি বিশ্বে নারী উন্নয়নের রোল মডেল। এ সময় তিনি নারীর সার্বিক উন্নয়নে ড. শিরীন শারমিন চৌধুরীর বিশেষ আগ্রহ ও মনোযোগ সম্পর্কে ইউএন ওমেন সম্যক অবগত আছে বলে জানান। এ সময় তিনি বাংলাদেশ জাতীয় সংসদের মাধ্যমে ইউএন ওমেন বাংলাদেশে জেন্ডার সমতা নিশ্চিত করতে কাজ করতে আগ্রহ প্রকাশ করেন।

এ লক্ষ্যে নারী উন্নয়ন বিষয়ক সর্বদলীয় পার্লামেন্টারি গ্রুপ গঠন করতে ইউএন ওমেন কারিগরি সহযোগিতা দিতে প্রস্তুত বলে তিনি জানান। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী ইউএন ওমেন কর্তৃক কারিগরি সহযোগিতা প্রদানের সিদ্ধান্তকে স্বাগত জানান। তিনি বলেন, ইউএন ওমেনের প্রতিষ্ঠালগ্ন থেকেই তিনি এর কার্যক্রমের সঙ্গে নানাভাবে সম্পৃক্ত রয়েছেন। এ সময় তিনি বাংলাদেশে জনসংখ্যা ও উন্নয়ন ইস্যুতে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব পার্লামেন্টারিয়ানস অন পপুলেশন অ্যান্ড ডেভেলপমেন্ট (বিএপিপিডি) গঠনের বিষয় উল্লেখ করেন। এ ক্ষেত্রে ইউএনএফপিএ কারিগরি সহযোগিতা প্রদান করে আসছে।

সর্বশেষ খবর