চট্টগ্রামে সন্তানের গুলিতে নিহত হয়েছেন জেসমিন আকতার নামে এক নারী। সোমবার দুপুরে পটিয়া শহরে এ ঘটনা ঘটে। জেসমিন জাতীয় পার্টির সদ্যপ্রয়াত ভাইস চেয়ারম্যান ও পটিয়া পৌরসভার সাবেক প্রথম মেয়র বীর মুক্তিযোদ্ধা শামসুল আলম মাস্টারের স্ত্রী। শামসুল আলম মারা যাওয়ার সময় বিপুল সম্পত্তি রেখে যান। ধারণা করা হচ্ছে, সম্পত্তি সংক্রান্ত বিরোধের জেরে পুত্র মাঈনুল ইসলামের হাতে খুনের এ ঘটনা ঘটে। পটিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তারিক রহমান বলেন, ‘পুত্রের গুলিতে জেসমিন আকতার নামে এক নারী নিহত হয়েছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- সম্পত্তি সংক্রান্ত বিরোধের জের ধরে খুনের এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে ছেলে মাঈনুল ইসলাম পলাতক রয়েছে। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।’ জানা যায়, গত ১৩ জুলাই বার্ধক্যজনিত কারণে মারা যান শামসুল আলম মাস্টার। মৃত্যুকালে তিনি বিপুল সম্পত্তি রেখে যান। শামসুল আলমের মৃত্যুর পর তার দুই ছেলে ও মেয়ে সম্পত্তি নিয়ে বিরোধে জড়িয়ে পড়েন। শামসুল আলমের ছেলে মাঈনুল ইসলাম অভিযোগ করে আসছেন- মা দুই ছেলেকে বঞ্চিত করে মেয়েকে সব সম্পত্তি দেওয়ার চেষ্টা করছেন। এ নিয়ে তাদের মধ্যে পারিবারিক ভাবে একাধিক বার বৈঠকও হয়। সোমবার সম্পত্তি নিয়ে মা ও ছেলের মধ্যে ঝগড়া হয়। ঝগড়ার একপর্যায়ে গুলি করে হত্যা করা হয় জেসমিন আকতারকে। স্থানীয়দের অভিযোগ- অভিযুক্ত মাঈনুলের উচ্ছৃঙ্খল জীবনযাপনের জন্য পরিবারের সঙ্গে তার দূরত্ব ছিল। তিনি চট্টগ্রাম মহানগর যুবলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত।
শিরোনাম
- ‘হাসিনার রায়ের মাধ্যমে ফ্যাসিবাদের কবর রচিত হয়েছে’
- শেকৃবিতে পুনর্জন্ম কৃষি নিয়ে গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত
- মাটিরাঙ্গায় ইমাম–ওলামাদের নিয়ে বিএনপির মতবিনিময় সভা
- বগুড়ায় গ্রামীণ ব্যাংকের শাখা থেকে ৩ ককটেল উদ্ধার
- তারুণ্যের উৎসবে বারি’র প্রযুক্তি প্রদর্শনী ও কর্মশালা
- রংপুর বিভাগের ৫৩ ‘জুলাই যোদ্ধার’ গেজেট বাতিল
- সাগরপথে মানবপাচারের প্রস্তুতিকালে আটক ৪
- হাসিনা-রেহানা ও টিউলিপের বিরুদ্ধে মামলার সাক্ষ্যগ্রহণ সমাপ্ত
- উত্তর কুয়েতে ৭,৭০০ বছরের প্রাচীন ভাটির সন্ধান
- দুই লাখ ২০ হাজার টন সার কিনবে সরকার
- তরুণ প্রজন্ম দেশকে উদ্যোক্তা বান্ধব রাষ্ট্রে পরিণত করবে : প্রাথমিক উপদেষ্টা
- ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে চার জনের মৃত্যু, হাসপাতালে ৯২০
- কান্নার শব্দে ধান ক্ষেত থেকে উদ্ধার হলো ২ দিনের নবজাতক
- ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন: স্বরাষ্ট্র উপদেষ্টা
- ৫ ব্যাংক একীভূত করার সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে রিট
- ঢাকায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের আরও ৫ নেতাকর্মী গ্রেপ্তার
- মোহাম্মদপুরে বিশেষ অভিযানে গ্রেপ্তার ২০
- পরিবারসহ কাজী জাফরের আয়কর নথি সিআইডিকে দেওয়ার নির্দেশ
- ন্যূনতম ২০ জন শ্রমিকেই করা যাবে ট্রেড ইউনিয়ন, গেজেট প্রকাশ
- সারাদেশে পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ১৬৪৯ জন