বুধবার, ১৭ আগস্ট, ২০২২ ০০:০০ টা

ছেলের গুলিতে মা নিহত

জাপার প্রয়াত ভাইস চেয়ারম্যান শামসুল আলমের স্ত্রী

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে সন্তানের গুলিতে নিহত হয়েছেন জেসমিন আকতার নামে এক নারী। সোমবার দুপুরে পটিয়া শহরে এ ঘটনা ঘটে। জেসমিন  জাতীয় পার্টির সদ্যপ্রয়াত ভাইস চেয়ারম্যান ও পটিয়া পৌরসভার সাবেক প্রথম মেয়র বীর মুক্তিযোদ্ধা শামসুল আলম মাস্টারের স্ত্রী। শামসুল আলম মারা যাওয়ার সময় বিপুল সম্পত্তি রেখে যান। ধারণা করা হচ্ছে, সম্পত্তি সংক্রান্ত বিরোধের জেরে পুত্র মাঈনুল ইসলামের হাতে খুনের এ ঘটনা ঘটে। পটিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তারিক রহমান বলেন, ‘পুত্রের গুলিতে জেসমিন আকতার নামে এক নারী নিহত হয়েছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- সম্পত্তি সংক্রান্ত বিরোধের জের ধরে খুনের এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে ছেলে মাঈনুল ইসলাম পলাতক রয়েছে। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।’ জানা যায়, গত ১৩ জুলাই বার্ধক্যজনিত কারণে মারা যান শামসুল আলম মাস্টার। মৃত্যুকালে তিনি বিপুল সম্পত্তি রেখে যান। শামসুল আলমের মৃত্যুর পর তার দুই ছেলে ও মেয়ে সম্পত্তি নিয়ে বিরোধে জড়িয়ে পড়েন। শামসুল আলমের ছেলে মাঈনুল ইসলাম অভিযোগ করে আসছেন- মা দুই ছেলেকে বঞ্চিত করে মেয়েকে সব সম্পত্তি দেওয়ার চেষ্টা করছেন। এ নিয়ে তাদের মধ্যে পারিবারিক ভাবে একাধিক বার বৈঠকও হয়। সোমবার সম্পত্তি নিয়ে মা ও ছেলের মধ্যে ঝগড়া হয়। ঝগড়ার একপর্যায়ে গুলি করে হত্যা করা হয় জেসমিন আকতারকে। স্থানীয়দের অভিযোগ- অভিযুক্ত মাঈনুলের উচ্ছৃঙ্খল জীবনযাপনের জন্য পরিবারের সঙ্গে তার দূরত্ব ছিল। তিনি চট্টগ্রাম মহানগর যুবলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর