শনিবার, ২৭ আগস্ট, ২০২২ ০০:০০ টা

জনগণের ক্ষতি করে দেশে কয়লা খনি নয়

দিনাজপুর প্রতিনিধি

জনগণের ক্ষতি করে দেশে কয়লা খনি নয়

অধ্যাপক আনু মুহাম্মদ

তেল গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব অধ্যাপক আনু মুহাম্মদ বলেছেন, ছয় দফা চুক্তি পূর্ণাঙ্গ বাস্তবায়ন না হলেও দেশি-বিদেশি মুনাফাভোগী গোষ্ঠী এখনো ফুলবাড়ীর কয়লা নিয়ে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। তিনি হুঁশিয়ার করে বলেন, উন্নয়নের নামে বন, নদী ও পরিবেশ ধ্বংসকারী কোনো প্রকল্প বাস্তবায়ন করতে দেওয়া যাবে না।

গতকাল ফুলবাড়ী ট্র্যাজেডি দিবসের ১৬তম বর্ষ পালনে আমিন, সালেকিন ও তরিকুলের স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণের পর সংক্ষিপ্ত আলোচনা সভায় তিনি এ কথা বলেন। তিনি আরও বলেন, বিদেশি চক্রকে খুশি করতে বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের নামে হাজার হাজার কোটি টাকা দেওয়া হয়েছে। কিন্তু এরপরও বিদ্যুৎ উৎপাদন করা হয়নি। হাজার হাজার কোটি টাকা খরচ করেও দেশে বিদ্যুৎ সংকট কাটেনি। তিনি আরও বলেন, ফুলবাড়ীবাসীর সঙ্গে সম্পাদিত ছয় দফা চুক্তি এখনো বাস্তবায়ন হয়নি। বরং ফুলবাড়ী রক্ষার আন্দোলনকারীদের নামে মামলা করা হয়েছে। আগামী অক্টোবরের মধ্যে ছয় দফা চুক্তি বাস্তবায়ন ও মামলা প্রত্যাহার করা না হলে ডিসেম্বরে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। এদিকে ২৬ আগস্টের ১৬তম বর্ষ পালনে ফুলবাড়ীর বিভিন্ন অরাজনৈতিক সংগঠন এবং ফুলবাড়ী পৌরসভার  মেয়র মাহমুদ আলম লিটনের নেতৃত্বে শোক র‌্যালি থেকে ২০০৬ সালের ২৬ আগস্ট শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে স্মৃতিস্তম্ভের শহীদ বেদিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। দিবসটি উপলক্ষে ফুলবাড়ীর বিভিন্ন সংগঠন, দোকান কর্মচারী ইউনিয়ন, মোটর শ্রমিক ইউনিয়ন, হোটেল কর্মচারী ইউনিয়নসহ বিভিন্ন অরাজনৈতিক পেশাজীবী সংগঠন পৃথক পৃথক কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করেন।

 

সর্বশেষ খবর