শুক্রবার, ২ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

ফের রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে বাড়তি সতর্কতা

কূটনৈতিক প্রতিবেদক

ফের রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে বাড়তি সতর্কতা

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম জানিয়েছেন, নতুন করে রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে বাংলাদেশের পক্ষ থেকে বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে। একজনও নতুন রোহিঙ্গা যেন বাংলাদেশে ঢুকতে না পারে সেজন্য সীমান্তরক্ষী বাহিনীকে বিশেষভাবে সতর্ক থাকতে বলা হয়েছে। গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা জানান। প্রতিমন্ত্রী জানান, মিয়ানমারের অভ্যন্তরে বেশ কিছু ঘটনার খবর আমরা পেয়েছি। রাখাইন রাজ্যে ২০ আগস্ট ও ২৮ আগস্ট মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘর্ষের কারণে বাংলাদেশের ভূখণ্ডে মর্টার শেল এসেছিল। এ জন্য ২১ আগস্ট ও ২৯ আগস্ট মিয়ানমারের রাষ্ট্রদূতকে ডেকে সতর্ক করা হয়েছে। আমরা বুঝতে পারছি, মিয়ানমারের অভ্যন্তরীণ পরিস্থিতির হয়তো অবনতি হয়েছে। এটা তাদের নিজস্ব বিষয়। এ নিয়ে আমাদের তেমন কোনো বক্তব্য নেই। তবে বাংলাদেশ যেন এ কারণে কোনো সংকটে না পড়ে তাই আমাদের প্রধান চিন্তা। নতুন করে যেন রোহিঙ্গারা বাংলাদেশে ঢুকতে না পারে তাই আমরা বিশেষত গুরুত্ব দিচ্ছি।

সর্বশেষ খবর