শনিবার, ৩ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

দেশের মানুষ ভালো নেই

নিজস্ব প্রতিবেদক

দেশের মানুষ ভালো নেই

জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ বলেছেন, দেশের মানুষ ভালো নেই। তবে সারা পৃথিবীর সংকটের কথা বিবেচনা করলে, তাদের অনেকের চেয়ে আমরা অনেক ভালো আছি। তিনি বলেন, এই সংকট মোকাবিলায় সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। ২৬ নভেম্বর ঘোষিত কাউন্সিল যথাসময় অনুষ্ঠিত হবে। প্রয়াত কাজী জাফর আহমদের প্রতিষ্ঠা করা জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এসএমএম আলমের এইচ এম এরশাদ প্রতিষ্ঠিত জাতীয় পার্টিতে যোগদান অনুষ্ঠানে রওশন এরশাদ ভার্চুয়ালি এ কথা বলেন।

এ সময়  উপস্থিত ছিলেন রওশন এরশাদ ঘোষিত জাপা কাউন্সিল প্রস্তুতি কমিটির সদস্য সচিব গোলাম মসীহ, সাবেক মন্ত্রী এমএ সাত্তার, অধ্যাপক দেলোয়ার হোসেন খান, ইকবাল হোসেন রাজু, কাজী মামুনুর রশীদ ও ইসরাফিল হোসেন প্রমুখ। যোগদান অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে রওশন এরশাদ জাপার কাউন্সিল ডাকার এখতিয়ার রাখেন না বলে পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু যে বক্তব্য দিয়েছেন তার তীব্র বিরোধিতা করে গোলাম মসীহ বলেন, জাতীয় পার্টির গঠনতন্ত্রের ধারা (২০) এর উপধারা (১) এর ক্ষমতাবলে পার্টির কাউন্সিল ডাকার সর্বময় ক্ষমতা প্রধান পৃষ্ঠপোষক সংরক্ষণ করেন। জাপার পার্লামেন্টারি পার্টির সভা বিরোধীদলীয় নেতার অনুমতি ছাড়া এবং তাঁর অনুপস্থিতিতে আহ্বান করার এখতিয়ারও জি এম কাদেরের নেই।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর