বুধবার, ১২ অক্টোবর, ২০২২ ০০:০০ টা

আরও মিসাইল হামলা রাশিয়ার

ইউক্রেনে নিহত বেড়ে ১৯

প্রতিদিন ডেস্ক

আরও মিসাইল হামলা রাশিয়ার

ইউক্রেনের দক্ষিণাঞ্চলের জাপোরিঝঝিয়া শহরে মঙ্গলবার নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। এতে এ রিপোর্ট লেখা পর্যন্ত একজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ছাড়া সোমবার রাশিয়ার হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১৯ জনে দাঁড়িয়েছে। ইউক্রেনের জরুরি সেবা বিভাগ জানিয়েছে, সরকারি ভবন লক্ষ্য করে কমপক্ষে ১২টি ক্ষেপণাস্ত্র আঘাত হানে। উদ্ধারকর্মীরা প্রায় ১০০ বর্গমিটার এলাকাজুড়ে ছড়িয়ে পড়া এক স্থানের আগুন নিয়ন্ত্রণে এনেছে। জাপোরিঝঝিয়ার আঞ্চলিক গভর্নরের একটি টেলিগ্রাম পোস্ট থেকে জানা যায়, ক্ষেপণাস্ত্র হামলায় একটি স্কুলও ক্ষতিগ্রস্ত হয়েছে। অবশ্য মস্কো এখনো এ ঘটনায় কোনো মন্তব্য করেনি। এর আগে ইউক্রেনে সকালেও বিমান হামলার সতর্ক সংকেত হিসেবে বাজানো সাইরেনের শব্দ শোনা গেছে। বাসিন্দারা নিরাপদ আশ্রয়ে অবস্থান নিয়েছেন বলেও খবর পাওয়া গেছে। রাশিয়া ইউক্রেনের রাজধানীসহ আরও বেশ কিছু এলাকা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পরের দিনই বোমা হামলার এই আশঙ্কা দেখা দিয়েছে। এদিকে সোমবার রাশিয়ার ওই হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১৯ জনে দাঁড়িয়েছে। ইউক্রেনের জরুরি সেবা বিভাগ এ তথ্য নিশ্চিত করেছে। এ ছাড়া ইউক্রেনজুড়ে আরও ১০৫ জন আহত হয়েছেন বলেও জানানো হয়। বিবিসির প্রতিনিধি হুগো বাচেগা যিনি গতকাল রাশিয়ার হামলার সময়ে নিরাপদ স্থানে সরে যেতে বাধ্য হয়েছিলেন তিনি জানান, গতকালও হামলার আশঙ্কায় কিয়েভের একটি ভূগর্ভস্থ গাড়ি পার্কিং এলাকা থেকে খবর প্রচার করেন।

সর্বশেষ খবর