বুধবার, ১৬ নভেম্বর, ২০২২ ০০:০০ টা
ঢাকায় ১০ ডিসেম্বর সমাবেশ

অনুমতি চাইল বিএনপি গোয়েন্দা রিপোর্টের অপেক্ষায় ডিএমপি

নিজস্ব প্রতিবেদক

আগামী ১০ ডিসেম্বর রাজধানী ঢাকার নয়াপল্টনে মহাসমাবেশ করতে চায় বিএনপি। সমাবেশের অনুমতি চেয়ে গতকাল ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনারের কাছে অনুমতি চেয়ে চিঠি দিয়েছে দলটি। সকাল ১০টায় রাজধানীর মিন্টো রোডে ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুকের সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাৎ করে এই চিঠি দেন বিএনপি নেতারা। জবাবে ডিএমপি কমিশনার বলেছেন, তারা আলাপ-আলোচনা করে এবং গোয়েন্দা তথ্য বিশ্লেষণ করে পরবর্তীতে এ বিষয়ে জানাবেন। তবে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ডিএমপি গোয়েন্দা সংস্থার রিপোর্টের অপেক্ষায় আছে। গোয়েন্দা সংস্থার রিপোর্ট হাতে পাওয়ার পর সেটি পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করে বিএনপির মহাসমাবেশের অনুমতি দেওয়া বা না দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। ডিএমপি কমিশনারের সঙ্গে সাক্ষাৎকালে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানউল্লাহ আমান, মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালাম, দলের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ, প্রচার সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির সদস্য সচিব আমিনুল হক ও রফিকুল আলম মজনু প্রমুখ উপস্থিত ছিলেন। সাক্ষাৎ শেষে বেলা সাড়ে ১১টার দিকে ডিএমপি সদর দফতর থেকে বেরিয়ে আমানউল্লাহ আমান সাংবাদিকদের বলেন, বেগম খালেদা জিয়ার মুক্তি এবং নির্দলীয় সরকারের অধীনে সংসদ নির্বাচনের দাবিতে সারা দেশে বিভাগীয় শহরে ধারাবাহিক গণসমাবেশ করছে বিএনপি। এরই ধারাবাহিকতায় আগামী ১০ ডিসেম্বর ঢাকায় মহাসমাবেশ করব আমরা। এই সমাবেশে বিএনপির নেতা-কর্মীদের আসতে যাতে বাধা দেওয়া না হয় এবং আওয়ামী লীগের নেতা-কর্মীরা যেন কোনো আক্রমণ বা বিশৃঙ্খলা তৈরি করতে না পারে- সেসব বিষয়ে নজর রাখতে অনুরোধ জানানো হয়েছে ডিএমপিকে। তিনি বলেন, আগামীতে আরও কয়েকটি বিভাগীয় শহরে সমাবেশ করার কথা রয়েছে। তারই ধারাবাহিকতায় ১০ ডিসেম্বর ঢাকায় এই বিভাগীয় মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। নিরাপত্তার বিষয়টি দেখার জন্য অনুরোধ জানিয়ে ডিএমপিকে এই চিঠি দেওয়া হয়েছে। ডিএমপি কমিশনারের পক্ষ থেকে বলা হয়েছে, তারা আলাপ-আলোচনা করে বলবেন এবং আমাদের জানাবেন। তিনি বলেন, বিএনপি নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শান্তিপূর্ণ গণসমাবেশ করতে চায়। এই সমাবেশকে কেন্দ্র করে যাতে অন্যান্য বিভাগের মতো গণপরিবহন চলাচল বন্ধ করে দেওয়া না হয়, সে বিষয়েও ডিএমপি কমিশনারকে অনুরোধ জানানো হয়েছে। এ সময় ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় বিএনপির নেতা-কর্মীদের গ্রেফতার ও ধরপাকড় করা হচ্ছে বলেও দলের পক্ষ থেকে অভিযোগ করা হয়।

ডিএমপি কার্যালয়ের বক্তব্য : ঢাকায় মহাসমাবেশের অনুমতি চেয়ে চিঠি দেওয়ার পর ডিএমপির পক্ষ থেকে বলা হয়েছে, তারা বিএনপির দরখাস্ত পেলেও এখনো অনুমতি দেয়নি। সমাবেশের ব্যাপারে গোয়েন্দা তথ্য বিশ্লেষণের পর অনুমতির বিষয়টি জানানো হবে। তবে সেটি কবে নাগাদ জানানো হতে পারে, তা স্পষ্ট করা হয়নি। গতকাল দুপুর ১২টায় ডিএমপির মিডিয়া সেন্টারে ডিএমপি উপ-পুলিশ কমিশনার মো. ফারুক হোসেন বলেন, গোয়েন্দা সংস্থার দেওয়া তথ্যের ঝুঁকি বিশ্লেষণ করে সমাবেশের অনুমতি দেওয়া হবে। আমরা বিএনপির পক্ষ থেকে লিখিত দরখাস্ত পেয়েছি, এখন সেটি বিবেচনা করে দেখব অনুমতি দেওয়া যায় কি না। আমাদের যে গোয়েন্দা সংস্থা রয়েছে- তাদের তথ্য বিশ্লেষণ করে দেখব, এতে কোনো ধরনের ঝুঁকি রয়েছে কি না। তবে বিএনপির পক্ষ থেকে তাদের দলীয় নেতা-কর্মীদের ধরপাকড়ের অভিযোগের বিষয়ে উপ-পুলিশ কমিশনার বলেন, আমরা ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে এ রকম কাউকে গ্রেফতার করিনি। তবে যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট মামলা আছে- তাদের অবশ্যই আমরা আইনের আওতায় নিয়ে আসব, তাদের গ্রেফতার করব।

সর্বশেষ খবর