বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর, ২০২২ ০০:০০ টা

সংসদ নির্বাচন নিয়ে কোনো চাপ নেই : সিইসি

পটুয়াখালী প্রতিনিধি

সংসদ নির্বাচন নিয়ে কোনো চাপ নেই : সিইসি

প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেছেন, আগামী ১২তম জাতীয় সংসদ নির্বাচন কেন্দ্র করে আন্তর্জাতিক সম্প্রদায় বা বিদেশি রাষ্ট্রদূতদের কোনো চাপ নির্বাচন কমিশনের ওপর নেই। গতকাল বেলা ১১টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত মির্জাগঞ্জ উপজেলার স্মার্ট জাতীয় পরিচয়পত্র     বিতরণ অনুষ্ঠানে প্রধান     অতিথি     হিসেবে উপস্থিত থেকে তিনি এ কথা বলেন। প্রধান নির্বাচন কমিশনার বলেন, জাতীয় নির্বাচন নিয়ে রাষ্ট্রদূতরা যে মন্তব্য করছেন সে বিষয়ে নির্বাচন কমিশনার হিসেবে কোনো মন্তব্য নেই। তারা যে মন্তব্য দিচ্ছেন সেটি রাষ্ট্রদূত ও সরকারের বিষয়। জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। এখানে নির্বাচনে কোনো দলকে বাধ্য করা হচ্ছে না। আমরা নির্বাচনে সব দলকে অংশগ্রহণ করতে আহ্বান করছি। বিরোধী দল (বিএনপি) যদি নির্বাচনে অংশগ্রহণ করে তবে নির্বাচন আরও অংশগ্রহণমূলক হবে। আমরা আশাবাদী আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপিসহ সব বিরোধী দল নির্বাচনে অংশগ্রহণ করবে।

নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগ মহাপরিচালক এ কে এম হুমায়ুন কবির, বরিশাল বিভাগীয় কমিশনার মো. আমিন উল আহসান, আইডিইএ প্রকল্প (দ্বিতীয় পর্যায়) পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ সায়েম, বরিশাল রেঞ্জ ডিআইজি এস এম আক্তারুজ্জামান, পটুয়াখালীর জেলা প্রশাসক মো. শরিফুল ইসলাম, পুলিশ সুপার মো. সাইদুল ইসলামসহ জেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও স্থানীয় ভোটাররা উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর