শিরোনাম
বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর, ২০২২ ০০:০০ টা

সন্ত্রাস-নৈরাজ্য করলে জবাব

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

সন্ত্রাস-নৈরাজ্য করলে জবাব

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, যে দলই সন্ত্রাস ও নৈরাজ্য করবে তাকে তার জবাব দিতে হবে। রাজনৈতিক দলগুলোকে নিয়ম-কানুন মেনে রাজনীতি করতে হবে।

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো আছে, পুলিশ বাহিনী দেশপ্রেম ও বীরত্বের সঙ্গে কাজ করছে। গতকাল সকালে রাজশাহীর বাঘায় উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে  স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। সীমান্তে বাংলাদেশিদের হত্যা প্রসঙ্গে তিনি বলেন, সীমান্তে যে হত্যাকান্ডগুলো হয় তার পেছনে কারণ রয়েছে। ভারতের সঙ্গে আমাদের চুক্তি হয়েছে। সীমান্তে হত্যাকান্ডগুলো খতিয়ে দেখা হচ্ছে। আমরা ভারতকে আনুষ্ঠানিকভাবে জানিয়েছি তারা যেন সীমান্তে হত্যাকান্ড শূন্যের কোঠায় নামিয়ে আনে। এ জন্য তাদের (বিএসএফ) সীমান্ত এলাকায় ভারী অস্ত্র ব্যবহার না করার অনুরোধ জানানো হয়েছে। তারাও আমাদের কথা দিয়েছে। এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমসহ অন্যরা উপস্থিত ছিলেন। দুপুর সাড়ে ১২টায় মন্ত্রী রাজশাহী জেলা পুলিশ লাইনে বঙ্গবন্ধুর ম্যুরাল উদ্বোধন করেন এবং জেলা পুলিশ আয়োজিত বীর মুক্তিযোদ্ধা সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন। এ সময় গণমাধ্যমকে মন্ত্রী বলেন, মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের কাছে সম্প্রতি মায়ের কান্না সংগঠনের উপস্থিতি এবং যে অনাকাক্সিক্ষত ঘটনার অবতারণা হয়, তাকে আমি নিরাপত্তাহীনতা মানতে নারাজ। তিনি বলেন, রাষ্ট্রদূত যে নিরাপত্তাহীনতার কথা বলছেন তা হতে পারে ভুল বোঝাবুঝি থেকে। তিনিসহ কয়েকটি দেশের রাষ্ট্রদূতের জন্য পুলিশের জোর নিরাপত্তা ও কঠোর নজরদারি থাকে।

সর্বশেষ খবর