বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর, ২০২২ ০০:০০ টা

ঢাকার চেহারা বদলে যাবে

নিজস্ব প্রতিবেদক

ঢাকার চেহারা বদলে যাবে

মেট্রোরেলের উদ্বোধন উপলক্ষে আয়োজিত সুধীসমাবেশে জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনিরো বলেছেন, আমি বিশ্বাস করি ঢাকার চেহারা বদলে দেবে মেট্রোরেল। আমরা সত্যিই গর্বিত, জাপান কয়েক দশক ধরে বাংলাদেশের ইতিবাচক উন্নয়নের সাক্ষী হয়েছে। রাষ্ট্রদূত হিসেবে এই উন্নয়নের সঙ্গে চলতে চাই। দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও এগিয়ে নিতে কাজ করব। গতকাল মঞ্চে উঠে বাংলায় শুভেচ্ছা জানিয়ে বক্তব্য শুরু করেন তিনি। সালাম দিয়ে নিজের পরিচয় দেন। তিনি বাংলায় বলেন, আমি বাংলাদেশে জাপানের নবনিযুক্ত রাষ্ট্রদূত। ১০ দিন হলো আমি বাংলাদেশে এসেছি। জাপানের সঙ্গে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দীর্ঘদিনের। এই সম্পর্ককে আমি আরও গভীর করতে চাই। শেষে বাংলায় ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করেন জাপানের নতুন এই রাষ্ট্রদূত। বক্তব্যের একটি অংশ বাংলায় দেওয়ার সময় সুধী সমাবেশস্থলে ব্যাপক করতালি পড়ে। ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়ার যে স্বপ্ন বাংলাদেশ দেখছে তা পূর্ণতা পাবে বলে আশা প্রকাশ করেন ইওয়ামা কিমিনিরো। তিনি বলেন, বাংলাদেশের মানুষ তাদের অর্থনৈতিক উন্নয়নের জন্য নিরলস কাজ করছে। বাংলাদেশ এখন এশিয়ায় দ্রুত বর্ধনশীল দেশগুলোর মধ্যে অন্যতম।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর