শনিবার, ২৮ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা

১২ জনের করোনা শনাক্ত, ঢাকারই ১১ জন

নিজস্ব প্রতিবেদক

২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার সকাল ৮টা থেকে গতকাল সকাল ৮টা পর্যন্ত) ১২ জনের করোনা শনাক্ত হয়েছে। এ সময় করোনায় কারও মৃত্যু হয়নি। এর আগের দিন ১৬ জনের করোনা শনাক্ত হয়েছিল, সেদিনও কেউ মারা যাননি। গতকাল স্বাস্থ্য অধিদফতরের দেওয়া বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সবশেষ ২৪ ঘণ্টায় সারা দেশে ১ হাজার ৪০৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার শূন্য দশমিক ৮৫। আগের ২৪ ঘণ্টায় এ হার ছিল শূন্য দশমিক ৭৭।

সবশেষ ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ১২ জনের মধ্যে ১১ জনই ঢাকা জেলার। বাকি একজন নোয়াখালীর। দেশে এখন পর্যন্ত ২০ লাখ ৩৭ হাজার ৫০৬ জনের করোনা শনাক্ত হয়েছে। তাদের মধ্যে ২৪ ঘণ্টায় ২১৭ জনসহ সুস্থ হয়েছেন            ১৯ লাখ ৯২ হাজার ৯ জন। মারা গেছেন ২৯ হাজার ৪৪১ জন। দেশে প্রথম করোনা শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ। এর পর থেকে এ পর্যন্ত দেশে সংক্রমণের চিত্রে কয়েক দফা ওঠানামা দেখা গেছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর