শনিবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:০০ টা

কর্তারা টাকা লুটের প্রতিযোগিতায় নেমেছে

নিজস্ব প্রতিবেদক

কর্তারা টাকা লুটের প্রতিযোগিতায় নেমেছে

লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট ড. কর্নেল (অব.) অলি আহমদ বীরবিক্রম বলেছেন, সরকার ঢাক-ঢোল পিটিয়ে বলছে আইএমএফ থেকে সাড়ে ৪ বিলিয়ন ঋণ পেয়েছি। এ টাকা শুধু সংস্কার ও প্রশিক্ষণের জন্য ব্যয় হবে। এ টাকা অন্য খাতে ব্যয় হবে না। যেমন আমদানি-রফতানি ও উন্নয়নমূলক কাজে ব্যয় করা যাবে না। অন্যদিকে দুর্নীতি ও দুঃশাসন সর্বস্তরে ব্যাপকতা লাভ করেছে। মনে হয় সরকারের কর্তাব্যক্তিরা গরিবের টাকা লুটপাটের জন্য প্রতিযোগিতায় নেমেছে। গতকাল বিকালে রাজধানীর পূর্বপান্থপথে এলডিপির কার্যালয়ের সামনে পদযাত্রা কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পদযাত্রা কর্মসূচি এলডিপির কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে মালিবাগ মোড়ে গিয়ে শেষ হয়। এলডিপির মহাসচিব ড. রেদোয়ান আহমেদের সভাপতিত্বে আরও বক্তৃতা করেন ড. নেয়ামুল বশির, ড. আওরঙ্গজেব বেলাল, এস এম মোরশেদ, মাহে আলম চৌধুরী, মাহবুবুর রহমান, কারিমা খাতুন, বিল্লাল হোসেন মিয়াজি, আবুল হাসেম, অ্যাডভোকেট নিলু, মুক্তিযোদ্ধা সাহাদাত হোসেন।

অলি আহমদ বলেন, প্রশাসন ও পুলিশ বাহিনী দেশের উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ে রাজনৈতিক দলগুলোকে সমাবেশ ও মিছিল-মিটিং করতে দিচ্ছে না। তারা সরকারের আজ্ঞাবহ হিসেবে কাজ করছে। পুলিশ বাহিনী জনগণের পুলিশ হতে পারেনি। এ অবস্থার পরিপ্রেক্ষিতে দেশে সবার প্রতি সমান আচরণ করা হচ্ছে না। জনগণকে মনের কথা প্রকাশ করতে দিচ্ছে না। মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে। এ অবস্থায় দেশে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। এ অবস্থা থেকে উত্তরণে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে এ সরকারের পতনের জন্য দুর্বার আন্দোলন গড়ে তুলবে হবে।

সর্বশেষ খবর